আইপিএলের ঝলমলে উদ্বোধন হয়ে গেল শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং মহেন্দ্র সিং ধোনির সিএসকে প্ৰথম ম্যাচে খেলতে নামার আগেই রঙিন উদ্বোধনী অনুষ্ঠান মন কেড়ে নিল ক্রিকেট বিশ্বের। যেখানে পারফর্ম করলেন বলিউডের সুরের সম্রাট অরিজিৎ সিং। নাচে, শরীরী হিল্লোলে তোলপাড় ফেললেন তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্ধানারা। ধোনি-হার্দিক মঞ্চে হাজির হলেন রথে চেপে।
তবে এমন নিখুঁত রাতেই তাল কাটলেন রবি শাস্ত্রী। বড়সড় ভুল করে বসলেন। 'গুজরাট টাইটান্স'-কে রবি শাস্ত্রী বলে দিলেন 'গুজরাট জায়ান্টস'। জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর পুরোদস্তুর ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ হওয়ার জগতে প্রত্যাবর্তন করেছেন তিনি। উদ্বোধনী ম্যাচে টস পর্ব পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। সেখানেই ঘটল নামবিভ্রাট। স্পস্ট গলায় উচ্চকিতভাবে শাস্ত্রী বলছিলেন, "টসের সময় উপস্থিত। কিন্তু তাঁর আগে (ট্রফি দেখিয়ে) এটার জন্যই সব দল খেলতে নামছে। টাটা আইপিএলে বছরের পর বছর আরও বড় পরিসরে আরও বড় আকারে হাজির হচ্ছে। আইপিএল-২৩'এর টসের সময় এগিয়ে আসছে। হার্দিক পান্ডিয়া, গুজরাট জায়ান্টস, এমএস ধোনি- চেন্নাই সুপার কিংস, জাভাগাল শ্রীনাথ- ম্যাচ রেফারি এবং টসের প্রতিনিধি দল।"
আরও পড়ুন: তারা খসা রাতে জীবনের সেরা সম্মানে ধোনি! কিংবদন্তির পা ছুঁয়ে প্রণাম স্বয়ং অরিজিৎ-এর, দেখুন ভিডিও
টাইটান্স-এর জায়গায় যে মুহূর্তে গুজরাট জায়ান্টস শোনা গেল, সেই সময়েই হার্দিক বুঝতে পারেন ভুল করে বসেছেন শাস্ত্রী। সঙ্গেসঙ্গেই তিনি ধোনি সহ বাকি উপস্থিত আধিকারিকদের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকেন। আসলে, রবি শাস্ত্রী কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া ডব্লিউপিএল-এর ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলেন। মহিলাদের আইপিএলে গুজরাট ফ্র্যাঞ্চাইজির নাম 'গুজরাট জায়ান্টস'। পুরনো অভ্যেস কাটাতে না পেরেই সটান জায়ান্টস বলে দেন শাস্ত্রী। এমনটাই ধারণা ক্রিকেট মহলের।
যাইহোক, নামের বিভ্রাট ঘটলেও উদ্বোধনী ম্যাচে ধোনির চেন্নাইকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করল হার্দিক পান্ডিয়ার গুজরাট। প্ৰথমে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াডের দুর্ধর্ষ ৯২ রানে ভর করে সিএসকে স্কোরবোর্ডে ১৭৮ তুলেছিল। জবাবে সেই রান চার বল বাকি থাকতে তুলে দেয় গুজরাট। শুভমান গিল অনবদ্য ৬৩ করে যান ৩৬ বলে। শেষদিকে রোমাঞ্চকর থ্রিলারে রশিদ খান (৩ বলে ১০), বিজয় শঙ্কর (২১ বলে ২৭) এবং রাহুল তেওটিয়া (১৪ বলে ১৫) ক্যামিও ইনিংসে ঝড় তুলে গুজরাটকে লক্ষ্যে পৌঁছে দেন।