scorecardresearch

মরে যাওয়া মানুষের সম্মান কেন পাবে পন্থ! বোর্ডের ভয়ঙ্কর আপত্তির মুখে এবার দিল্লি ক্যাপিটালসের কীর্তি

দিল্লি ক্যাপিটালসের কাণ্ডে ভয়ানক আপত্তি জানালো বোর্ড

মরে যাওয়া মানুষের সম্মান কেন পাবে পন্থ! বোর্ডের ভয়ঙ্কর আপত্তির মুখে এবার দিল্লি ক্যাপিটালসের কীর্তি

ঋষভ পন্থকে নিয়ে আবেগে ভাসছে দিল্লি ক্যাপিটালস। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান। পন্থের জায়গায় দিল্লি চলতি সিজনে উইকেট-কিপার ব্যাটার হিসাবে সই করিয়েছে বাংলার অভিষেক পোড়েলকে। পন্থের বদলে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান সুপারস্টার ডেভিড ওয়ার্নার।

পন্থ দলে না থেকেও দারুণভাবে দলের দলের সঙ্গে। কোচ রিকি পন্টিং আগেই জানিয়েছিলেন, ক্রিকেটারদের উদ্দীপ্ত করতে পন্থের জার্সি ডাগ-আউটে থাকবে। এমনকি ক্রিকেটারদের জার্সি অথবা টুপির এক কোনায় থাকবে পন্থের জার্সি নম্বর।

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এওয়ে ম্যাচে পন্থ যেতে পারেননি। তবে দিল্লি ঘরের মাঠে প্ৰথম ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। সেই ম্যাচে দিল্লির ডাগ আউটে উপস্থিত থাকার কথা ঋষভ পন্থের। তবে পন্থের দিল্লি ক্যাপিটালস ডাগ-আউটে উপস্থিত থাকার জন্য বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রয়োজনীয় ছাড়পত্র প্রয়োজন।

পন্থকে প্ৰথম ম্যাচেই আবেগের বন্যা ছুটিয়ে দিয়েছিল দিল্লি। লখনৌয়ে দিল্লি ক্যাপিটালস ডাগ আউটে পন্থের ১৭ জার্সি ঝুলিয়ে রাখা হয়েছিল। বলা হয়েছিল টিম স্পিরিট বাড়াতে এমন ঘটনা ঘটাচ্ছে দিল্লি। ঘটনা হল, সংশ্লিষ্ট ঘটনায় মোটেই খুশি নয় বোর্ড। যদিও আইপিএলের সংশ্লিষ্ট সূত্র বলছে, বোর্ডের তরফে নাকি দিল্লিকে জানানো হয়েছে, গোটা ঘটনা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে দিল্লি। এমন ঘটনা বোর্ডের কাছে মোটেই কাঙ্খিত নয়।

বোর্ডের আপত্তি কোথায়? বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিটিআই-কে জানিয়েছেন, “এই ঘটনা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। এমন এমন কাণ্ড সাধারণত সেই সময় করা হয়, যখন সংশ্লিষ্ট খেলোয়াড় চরমতম ট্র্যাজেডির শিকার হন। অথবা মৃত্যু ঘটে। এক্ষেত্রে কোনওটিই হয়নি। ঋষভ ভালো রয়েছেন এবং প্রত্যাশার তুলনায় দ্রুত আরোগ্যের পথে এগোচ্ছেন। যদিও গোটা ঘটনার উদ্দেশ্য মহৎ, বোর্ড নাকি দিল্লিকে বিনয়ের সঙ্গে বলে দিয়েছে, এরকম প্রতীকী দৃষ্টান্ত যেন ভবিষ্যতে এড়িয়ে চলা হয়।”

গত ডিসেম্বরের ৩০-এ ৫৮ নম্বর জাতীয় সড়কে গাড়ি চালিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন পন্থ। মাথায়, পিঠে, হাঁটুতে, গোড়ালিতে একাধিক জায়গায় চোট লাগে পন্থের। আর হাঁটু এবং গোড়ালিতে চোটের কারণেই আপাতত অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন তিনি। বর্তমানে ডান পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তারকার। ক্রাচ নিয়ে হাঁটাচলাও শুরু করেছেন। রিহ্যাব সেরে দ্রুত মাঠে ফেরাই লক্ষ্য তাঁর।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs dc delhi capitals jersey gesture rishabh pant bcci unhappy ricky ponting