scorecardresearch

পাড়ার ক্রিকেটের ভুল IPL-এ! মেজাজ হারিয়ে মাঠেই ‘বুড়ো’ পীযূষের ওপর চড়াও রোহিত, দেখুন ভিডিও

পীযূষকে মাঠের মধ্যেই তুলোধোনা রোহিত, দেখুন ভিডিও

পাড়ার ক্রিকেটের ভুল IPL-এ! মেজাজ হারিয়ে মাঠেই ‘বুড়ো’ পীযূষের ওপর চড়াও রোহিত, দেখুন ভিডিও

বর্ষীয়ান সতীর্থ পীযূষ চাওলার ওপর এবার মেজাজ হারালেন রোহিত শর্মা। মঙ্গলবার গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে গুজরাটের ব্যাটিংয়ের সময়েই পীযূষকে সরাসরি মৌখিক আক্রমণ করে বসেন রোহিত শর্মা।

মুম্বইয়ের বোলারদের মধ্যে সফলতম চাওলা-ই। ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন তিনি। চাওলার দুরন্ত বোলিং সত্ত্বেও গুজরাট স্কোরবোর্ডে ২০৭/৬ তুলে দেয়।

আর গুজরাট ইনিংসের সময়ে ডেথ ওভারে চাওলা মোক্ষম ভুল করে বসেন। থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন তিনি। সহজ একটা বল বাঁচাতে পারেননি তিনি। তাঁর দু-পায়ের ফাঁক দিয়ে বল সোজা বাউন্ডারিতে আছড়ে পড়ে।

এভাবে রান হজম করে মেজাজ আর ধরে রাখতে পারেননি ক্যাপ্টেন রোহিত। সঙ্গেসঙ্গেই একহাত নেন পীযূষকে। ফেটে পড়েন বিস্ফোরণে। নিজের কৃত কর্মের জন্য হতাশ হতে দেখা যায় চাওলাকেও। যদিও কমেন্টেটররা এই বিষয়ে মজা করতে ছাড়েননি।

যাইহোক, ব্যাট হাতে নিজের দুরন্ত ফর্ম ধরে রাখলেন শুভমান গিল। ৩৪ রানে ৫৬ রানের ইনিংস খেলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন তরুণ তুর্কি। গিল ছাড়াও ডেভিড মিলার ২২ বলে ৪৬ রানের ঝড় তুলে যান। মিলারের সঙ্গে পঞ্চম উইকেটে অভিনব মনোহর ২১ বলে ৪২ রানের ইনিংসে ৭১ রানের পার্টনারশিপ গড়েন। শেষদিকে রাহুল তেওটিয়া ৫ বলে ২০ রানের বিষ্ফোরণ ঘটিয়ে যান। মুম্বই শেষ চার ওভারেই ৭০ রান খরচ করে বসায় গুজরাট স্কোরবোর্ডে ২০৭ তুলে দিয়েছিল।

জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ২০ ওভারে ১৫২/৯-এর বেশি তুলতে পারেনি। নূর আহমেদ, রশিদ খান এবং মোহিত শর্মার বোলিংয়ের সামনে মুম্বই একসময় ৯০/৬ হয়ে গিয়েছিল। তবে শেষদিকে নেহাল ওয়াদেরা ২১ বলে ৪০ করে দলকে সম্মানজনক স্কোরে টেনে নিয়ে যান। মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব (১২ বলে ২৩) এবং ক্যামেরন গ্রিন (২৬ বলে ৩৩) করলেও দলের হার বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিল না।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 gt vs mi mumbai indians captain rohit sharma loses his cool after piyush chawla concedes boundary watch video