চলতি আইপিএলে অপ্রতিরোধ্য মহম্মদ শামি। থামানোই যাচ্ছে না বর্ষীয়ান স্পিডস্টারকে। সোমবার মোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ধ্বংস করলেন সানরাইজার্স হায়দরাবাদকে। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে তুলে নিলেন ৪ উইকেট।
২৩ উইকেট দখল করে তিনিই আপাতত সতীর্থ রশিদ খানের সঙ্গে যুগ্মভাবে বেগুনি টুপির মালিক। পাওয়ার প্লে-র মধ্যেই আনমোলপ্রীত সিং, রাহুল ত্রিপাঠি এবং ক্যাপ্টেন আইডেন মারক্রামকে আউট করে হায়দরাবাদের টপ অর্ডার নড়িয়ে দিয়েছিলেন। ডেথ ওভারে বল করতে এসে শামি আউট করেন হায়দরাবাদের হয়ে একমাত্র লড়াই চালিয়ে যাওয়া হেনরিখ ক্লাসেনকে (৪৪ বলে ৬৪)।
শামি-গিলের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করেই গুজরাট প্ৰথম দল হিসেবে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আর ম্যাচের পরেই হালকা বিতর্ক আমদানি করলেন মহম্মদ শামি। টানা কীভাবে এমন পারফর্ম করে যাচ্ছেন। ডায়েট, ফিটনেসের বিষয়েই ম্যাচের পরে জানতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। জাতীয় দলের প্রাক্তন কোচ জানতে চান দেড় মাস টানা গরমে খেলেও শামিকে ক্লান্ত লাগছে না। বাংলার তারকা পেসার মজা করেই বলে দেন, “গুজরাটে আছি। নিজের পছন্দমত খাবার তো মিলছে না। তবে গুজরাটি খাবার বেশ উপভোগ করছি।”
যাইহোক, টেস্টে মহম্মদ শামি টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস। তবে সীমিত ওভারের ফরম্যাটেই যে তিনি অপ্রতিরোধ্য এবার আইপিএলে পারফর্ম করে স্পষ্ট করে দিচ্ছেন তিনি। আইপিএল পর্ব সমাপ্ত করেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য বিলেতে রওনা দেবেন তিনি। আর কয়েকমাসের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দেবেন নির্বাচকরা। ওয়ানডে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে শামিকে, সময়ই বলবে।
Read the full article in ENGLISH