Advertisment

লখনৌকে ৭৮ রানে হারালেই KKR-এর কেল্লাফতে! প্লে অফে নাইটদের সামনে এখন সহজ অঙ্ক আর ভাগ্য

প্লে অফের উত্তেজক লড়াইয়ে এখনও সুযোগ রয়েছে নাইটদের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের শেষ ল্যাপ ক্রমশই উত্তেজক হয়ে উঠছে। বৃহস্পতিবার রাতে আরসিবি হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। এমন অবস্থায় লিগের শেষ ম্যাচে ফয়সালা হবে কোন তিনটে দল প্লে ইফ নিশ্চিত করবে। ২১ মে-তে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং গুজরাট টাইটান্স। একমাত্র দল হিসেবে এখন প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। প্লে অফ থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। বাকি তিনটে জায়গার জন্য লড়াইয়ে রয়েছে ৭-৭টা দল। সিএসকে, লখনৌ, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কেকেআর, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স- এর মধ্যে তিনটি দল প্লে অফ নিশ্চিত করবে ২১ মে-র রাতে।

Advertisment

হায়দরাবাদকে হারানোর পর আরসিবি আপাতত নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখেছে। শেষ ম্যাচে গুজরাটকে হারালেই প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে কোহলিদের। লখনৌ এবং চেন্নাই শেষ ম্যাচ জিতলে দুই দল ১৭ পয়েন্টে পৌঁছে যাবে। দুজনেই সেক্ষেত্রে নিশ্চিতভাবেই প্লে অফে পৌঁছে যাবে। চতুর্থ স্থানাধিকারী দলকে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট পেতে হবে। এক্ষেত্রে লড়াইয়ে মুম্বই এবং আরসিবি। নেট রানরেটে মুম্বইয়ের (-০.১২৮) থেকে এগিয়ে আরসিবি (০.১৮০)।

নিজেদের রানরেট উন্নত করতে মুম্বইকে সানরাইজার্স হায়দরাবাদকে কমপক্ষে ৭৯ রানের ব্যবধানে হারাতে হবে। তবে এখানেও সুবিধা পাবে। গুজরাটের বিপক্ষে আরসিবি শেষ ম্যাচে নামবে। সেক্ষেত্রে অঙ্ক কষে রীতিমত প্রস্তুতি নিয়ে নামতে পারবেন কোহলিরা।

তবে মুম্বই এবং আরসিবি শেষ ম্যাচে হেরে বসলে ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে পৌঁছনো যাবে। তখন আরসিবি, মুম্বইয়ের সঙ্গে লড়াইয়ে যোগ দেবে রাজস্থান রয়্যালস, কেকেআর, পাঞ্জাব কিংসের মত দলও। তবে সেখানেও নেট রানরেটে আরসিবি এগিয়ে বাকি সকল দলগুলোর থেকে। নেট রানরেটের হিসাবে আরসিবিকে একমাত্র চ্যালেঞ্জ জানাতে পারে রাজস্থান (০.১৪০)। শুক্রবার রাজস্থান বনাম পাঞ্জাব ম্যাচ। যে দল হারবে, সেই দলই প্লে অফের বাইরে। সেই কারণেই শুক্রবারের ম্যাচ নকআউট।

কেকেআর (-০.২৫৬) এবং পাঞ্জাব কিংসের (-০.৩০৮) নেট রানরেট ভীষণ খারাপ। যদি আরসিবি ৩০ রান বা তার বেশি ব্যবধানে হারে তাহলে কেকেআরকে ৭৮ রানের ব্যবধানে জিততে হবে। পাঞ্জাব কিংসের ক্ষেত্রে সেক্ষেত্রে জয়ের মার্জিন রাখতে হবে ৯৪ রান। আরসিবি শেষ ম্যাচে হেরেও কোয়ালিফাই করতে পারে। যদি মুম্বই এবং রয়্যালস নিজেদের শেষ দুই ম্যাচে হেরে বসে। অন্যদিকে, রাজস্থান পাঞ্জাবকে হারানোর পাশাপাশি চাইবে মুম্বই এবং আরসিবি যেন নিজেদের শেষ দুই ম্যাচে হেরে ১৪ পয়েন্টে আটকে থাকে।

আরসিবি জয় দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে সিএসকে এবং লখনৌয়ের মত দলকেও। সানরাইজার্স বৃহস্পতিবার জিতলেই দুই দল কোয়ালিফাই করে ফেলত। মুম্বই এবং আরসিবি শেষ দুই ম্যাচে জিতলে দুই দলই ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে শেষ চারের লড়াইয়ে টিকে থাকার জন্য চেন্নাই, লখনৌয়ের কাছে অন্য কোনও অপশন থাকবে না। শেষ ম্যাচে দুই দলই হারলে সিএসকে, লখনৌ ১৫ পয়েন্টে আটকে থাকবে। তখন নেট রানরেটে এগিয়ে থাকা দল কোয়ালিফাই করবে।

Read the full article in HINDI

IPL LSG PBKS Punjab Kings Lucknow Super Giants Royal Challengers Bangalore Rajasthan Royals RCB Kolkata Knight Riders CSK Mumbai Indians Chennai Super Kings KKR
Advertisment