মঙ্গলবার রোহিত শর্মাকে দুর্দান্ত ক্যাচে আউট করেন দিল্লির হয়ে খেলা বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েল। তবে সেই ক্যাচ মোটেই ফ্লুক ছিল না। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে বঙ্গ তারকাকে দেখা যাচ্ছে, নিখুঁত উইকেটকিপিং অনুশীলন করতে। বারবার রোহিতকে আউট করার মত ক্যাচ তালুবন্দি করতে দেখা গিয়েছে অভিষেককে।
১৭তম ওভারে কার্যত অবিশ্বাস্য ক্যাচে রোহিতকে ফেরান তিনি। মুস্তাফিজুর রহমানের ওয়াইড ইয়র্কার থার্ড ম্যান এলাকা দিয়ে রোহিত হাঁকাতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলের সংযোগ ঘটেনি ভালোভাবে। বল হাওয়ায় উঠে যায়।
কার্যত সুপারম্যানের মত উড়ে অভিষেক সেই ক্যাচ তালুবন্দি করেন। সেই ক্যাচ নিয়েও অবশ্য লাভ হয়নি। কার্যত তখন ম্যাচ হাতছাড়া করে ফেলেছিল দিল্লি। মুস্তাফিজুর এবং আনরিখ নর্জে দুরন্ত ডেথ ওভার বোলিং ম্যাচ টেনে নিয়ে যায় শেষ ওভারে। শেষ বলে দুই রান নিয়ে টিম ডেভিড মুম্বইকে জিতিয়ে দেন।
১৭৩ রান চেজ করে মুম্বই শেষ বলে জয় হাসিল করে। ৪৫ বলে ৬৫ করে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা। তিলক ভার্মা এবং ঈশান কিষান ৪১ এবং ৩১ করে যান যথাক্রমে।
তার আগে অক্ষর প্যাটেল ২৫ বলে ৫৪ করে দিল্লিকে ১৭২ পর্যন্ত পৌঁছে দেন। চার বাউন্ডারি, পাঁচ ছক্কায় মাঠ মাতিয়ে দেন অক্ষর। দিল্লি পুরো ২০ ওভার ব্যাটিং করার আগেই অলআউট হতে যায়। ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারও ৫১ রান করে যান।
মুম্বইয়ের হয়ে সফলতম বোলার পীযূশ চাওলা। জেসন বেহরনডর্ফ-ও ৩ উইকেট নেন। চলতি সিজনে এটাই মুম্বইয়ের প্ৰথম জয়। অন্যদিকে, দিল্লি এখনও একটাও ম্যাচ জিততে পারল না।
Read the full article in ENGLISH