আইপিএলের চলতি সিজন দুঃস্বপ্নের হয়ে থেকেছে দিল্লি ক্যাপিটালসের। বারো ম্যাচ খেলার পর দিল্লি চার জয় এবং আট হার নিয়ে লিগ টেবিলের একদম তলানিতে।
দিল্লি ক্যাপিটালসের এরকম পারফরম্যান্স অনেককেই অবাক করেছে। কোচিং ডিপার্টমেন্ট যেন সোনার খনি। একের পর এক মহারথী কোচিং স্টাফে। রিকি পন্টিং হেড কোচ। ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। সহকারী কোচ হিসেবে রয়েছেন শ্যেন ওয়াটসন। চলতি সিজনের পারফরম্যান্সের প্রেক্ষিতে ইরফান পাঠান সরাসরি বলে দিলেন, আগামী মরশুমে ভালো ফলাফলের জন্য কোচিং বিভাগে ঢেলে সাজাতে হবে।
স্টার স্পোর্টস-এ ইরফান পাঠান বেল দিয়েছেন, "দিল্লির ডাগ আউটে সৌরভের উপস্থিতি বড় ব্যাপার। বর্তমান দায়িত্বের সঙ্গেই দাদাকে যদি হেড কোচ করা হয়, তাহলে দলের পারফরম্যান্স-এ বড়সড় বদল ঘটতে পারে।"
"ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা দাদা দারুণ বোঝে। ড্রেসিংরুম কীভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ে দাদার বিশাল অভিজ্ঞতা রয়েছে। দিল্লি ফ্র্যাঞ্চাইজির এই সুবিধা নিতে হবে। ওয়ার্নার-ও তো টসের সময় বলল, আগামী সিজনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে ওঁরা। এমন অবস্থায় সৌরভকে যদি পরিবর্তিত ভূমিকায় দেখা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না।"
বুধবার পাঞ্জাব কিংস দ্বৈরথের পর শেষ ম্যাচে দিল্লি খেলতে নামবে সিএসকের বিপক্ষে। জোড়া ম্যাচ জিততে পারলে প্লে অফের সুযোগ সামান্য হলেও রয়েছে ওয়ার্নারদের।