সোমবার সন্ধ্যে বেলাতেই পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামছে কেকেআর। সেই ম্যাচের আগেই দলের কন্ডিশন নিয়ে কথা বললেন তারকা ওপেনার জেসন রয়। কীভাবে দল এখনও প্লে অফে পৌঁছতে পারে, সেই নিয়েই মতামত জানালেন ইংরেজ তারকা।
Advertisment
কেকেআরের তরফে পোস্ট করা ভিডিওয় তাঁকে বলতে দেখা গিয়েছে, ক্যাপ্টেন আগের ভিডিওয় যা বলেছেন, সেগুলোতেই ফোকাস করতে চলেছে দল। বলছেন, প্রত্যেক ম্যাচ আলাদা আলাদাভাবে ফোকাস করে জয়ের মানসিকতা নিয়ে খেলতে নামবে কেকেআর।
তিনি আরও বলছেন, "আমাদের কাছে এখন প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে জিতি বা হারি, তা পরের ম্যাচে ম্যাটার করবে না। একই ধরণের জয়ের মানসিকতা নিয়ে খেলতে নামব আমরা। ওপেন করতে নামাটা বেশ উত্তেজক। কেকেআরের মত দলে এই দায়িত্ব পেয়ে আমি বেশ খুশি।"
"এই দায়িত্ব পালন করা বেশ সম্মানের। এই দলের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রত্যেক ম্যাচেই মাঠে নেমে নিজের খেলাটা খেলতে চাই। মনে হয় না দলের মধ্যে এই মুহূর্তে রিল্যাক্স করার মানসিকতা রয়েছে।"
"প্রতিটা ম্যাচই আমাদের কাছে নতুন। দলের হয়ে প্রতি ম্যাচেই প্রভাব ফেলতে চাই যতটা সম্ভব। চলতি টুর্নামেন্টে যা দাঁড়িয়েছে কোনও স্কোর-ই চেজ করা অসম্ভব নয়। গোটা টুর্নামেন্ট জুড়েই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখনও কোনও দল কিন্তু ছিটকে যায়নি। প্রত্যেক দলই কিন্তু প্লে অফের লড়াইয়ে রয়েছে। আমাদের সামনে চারটে বড় ম্যাচ রয়েছে।"
কেকেআর এই সিজনে ১০ ম্যাচে মাত্র ৪টে জয় পেয়েছে। প্লে অফের যাওয়ার সম্ভবনা কেকেআরের অনেকটাই কম। কারণ প্রতিটি দলই এখন প্লে অফের লড়াইয়ে রয়েছে। কোনও দল এখনও সরকারিভাবে প্লে অফ নিশ্চিত করতে পারেনি।