scorecardresearch

KKR-এর কোচ এবার মুম্বইয়েরও কোচ! IPL-এই মধ্যেই এল বিরাট আপডেট

কেকেআর এবং মুম্বই- একইসঙ্গে দুই দলের দায়িত্ব সামলাবেন তিনি

KKR-এর কোচ এবার মুম্বইয়েরও কোচ! IPL-এই মধ্যেই এল বিরাট আপডেট

কেকেআরের সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভিকে আসন্ন রঞ্জি ট্রফির জন্য হেড কোচ নিয়োগ করল মুম্বই দল। এনসিএ-র (মুম্বই ক্রিকেট সংস্থা) তরফে এমনটাই জানা যাচ্ছে।

মুম্বই রঞ্জি দলের হেড কোচ হওয়ার জন্য সাতজন আবেদন করেছিলেন। এর পরেই সূত্রের খবর ক্রিকেট ইম্প্রুভমেন্ট কমিটির (সিআইসি) তরফে ওঙ্কারকে বেছে নেওয়া হয়েছে। সালভি আগেও মুম্বই দলের বোলিং কোচ ছিলেন।

বাকি আবেদনকারীদের মধ্যে ছিলেন মুম্বইয়ের প্রাক্তন কোচ ভিনায়ক সামন্ত, বিনায়েক মানে, অতুল রানাডে, উমেশ পাটওয়াল, প্রদীপ সুন্দরম এবং জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সমীর দিঘে।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে মুম্বই ক্রিকেট সংস্থার সূত্র জানিয়েছে, এমসিএ-র তরফে অপেক্ষাকৃত নতুন মুখ চাওয়া হচ্ছিল, যিনি ক্রিকেটারদের আধুনিক চাহিদা সম্পর্কে ওয়াকিবহাল।

যাইহোক, সমীর দিঘে আবার এমসিএ-র ইন্দোর একাডেমির ক্রিকেট ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন। সিআইসি-র তরফে মুম্বইয়ের অনুর্দ্ধ-২৩ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে রাজেশ পাওয়ারকে। রোহিত শর্মা, শার্দূল ঠাকুরদের কোচ দিনেশ লাড অনুর্দ্ধ-১৯ দলের হেড স্যার হচ্ছেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr bowling coach omkar salvi appointed as mumbai ranji trophy coach