New Update
Advertisment
আইপিএল বয়ে চলেছে একের এক এক রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়ে। গত সোমবার কেকেআর পাঞ্জাব কিংসের বলে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। রিঙ্কু ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন নাইটদের।
এবার কেকেআরের ঘরের মাঠে লড়াই রাজস্থান রয়্যালসের বিপক্ষে। পয়েন্ট তালিকায় কেকেআর এবং রাজস্থান একই জায়গায়। যদিও নেট রানরেটে এগিয়ে রয়েছে সঞ্জু স্যামসনের দল। কেকেআর আপাতত জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। অন্যদিকে, রয়্যালসরা টানা চতুর্থ ম্যাচের হার রুখতে বদ্ধপরিকর। যে দলই জিতুক সেই দলই শেষ চারে ঢুকে যাবে।
আরও পড়ুন: রাসেল-রিঙ্কুর KKR-কে কি আজ বিপদে ফেলবে মোচা, ইডেনে যাওয়ার আগে সঠিক খবর জেনে নিন
কেকেআরকে প্লে অফে উঠতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। তারপরেও অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে। প্রতি ম্যাচ-ই নাইটদের সামনে আপাতত মাস্ট-উইন। আগের ম্যাচেই কেকেআর প্রমাণ করেছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় নাইটরা ঘুরে দাঁড়াতে পারে। জোড়া জয়ে কেকেআর আট নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে। রয়্যালস ম্যাচ খেলেই কেকেআরকে ধোনিদের সিএসকের বিপক্ষে খেলতে হবে চিপকে গিয়ে। তারপর শেষ ম্যাচে নাইটরা ঘরের মাঠ ইডেনে খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।
কেকেআরের পক্ষে ইতিবাচক বিষয় হল ধারাবাহিকতা এবং দলগত পারফরম্যান্স মেলে ধরা। রিঙ্কু, নীতিশ রানা, রাসেল, বরুণ চক্রবর্তী নিয়মিতভাবে দলের হয়ে অবদান রেখেছেন। এই দলগত সংহতিই কেকেআর চেয়ে এসেছে এতদিন।
বল হাতে বরুণ চক্রবর্তী দলের বড় ভরসা হয়ে উঠেছেন। পাঞ্জাব ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছিলেন। নীতিশ রানা টপ অর্ডারের বড় ভরসা।
আরও পড়ুন: মাস্ট উইন ম্যাচে কলকাতার বিরুদ্ধে ফিরছেন বিধ্বংসী রয়্যালস পেসার! কাঁপিয়ে দিতে পারেন রাসেলদের
তবে কেকেআরের দুশ্চিন্তা সিনিয়র তারকা সুনীল নারিনের নিষ্প্রভ থাকা। নারিনকে আপাতত অতীতের ছায়া লাগছে। শেষ আট ম্যাচে নারিন নিয়েছেন মাত্র ৮ উইকেট। কেকেআর থিঙ্কট্যাংক কতদিন নারিনকে খেলিয়ে যায়, সেটা দেখার। পাঞ্জাব ম্যাচে রিঙ্কু-রাসেলের ব্যাট হাতে তান্ডব কেকেআরকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। দুজনে জুটিতে ২৬ বলে ৫৪ রান যোগ করে ধরাশায়ী করে দেন প্রতিপক্ষকে।
Read the full article in ENGLISH