Advertisment

নারিন-রাসেলকে কি বাদ দেওয়ার দুঃসাহস দেখাবে KKR! RCB-র বিপক্ষে কেমন দল নামাচ্ছে নাইটরা

আরসিবির বিরুদ্ধে কেমন দল সাজাচ্ছে কেকেআর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচ হারের পর জয়ের পথে ফিরতে মরিয়া কেকেআর। অন্যদিকে, আরসিবি আবার টপ থ্রি ব্যাটারের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝেড়ে ফেলে বাকিরাও যাতে পারফর্ম করে, তা নিশ্চিত করতে মাঠে নামবে।

Advertisment

শেষ চার ম্যাচে কেকেআর কার্যত বশ্যতা স্বীকার করেছে প্রতিপক্ষের কাছে। সাত ম্যাচে দুটো জয় নিয়ে নীতিশ রানার কেকেআর আপাতত সপ্তম স্থানে। শ্রেয়স আইয়ার, সাকিব আল হাসান নেই। বাকি রিঙ্কু সিং এবং জেসন রয় বাদে বাকি ব্যাটারদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে নাইটদের। রবিবারও সিএসকের বিপক্ষে ৪৯ রানে হার হজম করতে হয়েছে। বিশাল রান চেজ করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, এন জগদীশনরা চাপের মুখে নুইয়ে গিয়েছিলেন।

এখনও কেকেআর নিজেদের ওপেনিং কম্বিনেশন ঠিক করে উঠতে পারেনি। শেষ সাত ম্যাচে পাঁচবার-ই ওপেনিং জুটি বদলে খেলতে নেমেছে শাহরুখ খানের কেকেআর। সুনীল নারিন, লিটন দাস, জেসন রয়, এন জগদীশন, রহমনুল্লাহ গুরবাজদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে।

সিএসকে ম্যাচে নারিনকে ওপেন করতে পাঠানো বুমেরাং হয়ে ফিরে এসেছে। রানের খাতা খোলার আগেই ক্যারিবিয়ান তারকা আউট হয়ে গিয়েছেন। রয় এবং রিঙ্কু সিংয়ের লড়াকু হাফসেঞ্চুরি না থাকলে পরাজয়ের ব্যবধান আরও বড় হত। সিএসকের বিরুদ্ধে দুজনের এই পারফরম্যান্স যা একমাত্র সদর্থক বিষয়।

বিগ হিটার আন্দ্রে রাসেলের ফর্ম শোচনীয় স্তরে পৌঁছে গিয়েছে। ফিনিশার হিসাবে দায়িত্ব নিয়ে প্রত্যেক ম্যাচেই ব্যর্থ তিনি। সাত-আট নম্বরে ব্যাট করতে নেমে কার্যত দলের কোনও কাজেই লাগছেন না তিনি। ক্যারিবীয় তারকার ফিটনেস নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

যাইহোক, আরসিবির বিপক্ষে কেকেআর মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে। প্ৰথম পর্বে নাইটরা ৮১ রানে বিধ্বস্ত করেছিল আরসিবিকে।

নারিন বা রাসেল বারবার ব্যর্থ হওয়ার পর বাদ দেওয়ার দাবি উঠে গিয়েছে সমর্থককুলের মধ্যে। তবে এখনই নাইটরা দুই ক্যারিবীয় তারকাকে বাইরে রাখার দুঃসাহস দেখাবে না। প্ৰথম একাদশে কোনও বদল না ঘটলেও লাইন আপে বদল ঘটতে পারে।

সিএসকে ম্যাচে জগদীশনের সঙ্গে নারিনকে ওপেন করতে পাঠিয়ে হাতে চোট পাওয়া জেসন রয়কে ঠেলে দেওয়া হয়েছিল মিডল অর্ডারে। আরসিবি ম্যাচে জেসন রয়কে পুনরায় ওপেনিংয়ে খেলানো হতে পারে জগদীশনের সঙ্গে। বাকি একাদশ অপরিবর্তিত-ই থাকবে।

কেকেআর সম্ভাব্য একাদশ:

জেসন রয়, এন জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, কুলবন্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার), বরুণ চক্রবর্তী, উমেশ যাদব

Read the full article in ENGLISH

IPL KKR Royal Challengers Bangalore RCB Kolkata Knight Riders
Advertisment