Advertisment

'বেঁচে থাকতে' সৌরভের দিল্লিকে আজ প্রাণখোলা আশীর্বাদ শাহরুখের কলকাতার! ছয় দলের সমর্থনে নামছেন ওয়ার্নাররা

কলকাতার সঙ্গেই আজ ছয় দল জয় চাইছে দিল্লির

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

১০ বছর পর আইপিএল ফিরতে চলেছে ধর্মশালা স্টেডিয়ামে। প্লে অফে পৌঁছনোর সম্ভবনা বাঁচিয়ে রাখতে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে হারানোর জন্য নিজেদের উজাড় করে দেবে। দিল্লি ক্যাপিটালস-এর অন্যদিকে হারানোর কিছুই নেই। আপাতত পচা শামুক হিসাবে অবতীর্ণ হতে চলেছে সৌরভের দিল্লি। আগের ম্যাচেই হায়দরাবাদের কাছে হেরে বসেছিল দিল্লি। ক্যাপিটালস আপাতত প্লে অফের সমীকরণের বাইরে।

Advertisment

তবে বুধবার দিল্লির হয়ে ব্যাট ধরছে একসঙ্গে ছয় দল। তারা সকলেই চায় বুধবার যেন দিল্লি জেতে। দিল্লির জয়ের জন্য উদগ্রীব হয়ে থাকবে সিএসকে, কেকেআর, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি।

সিএসকে এবং লখনৌ সুপার জায়ান্টস: শেষ ম্যাচে দুই দলের খেলা রয়েছে যথাক্রমে দিল্লি এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করলে দুই দলই লিগ পর্ব ফিনিশ করবে ১৫ পয়েন্টে। পাঞ্জাব যাতে তাঁদের পয়েন্ট সংখ্যায় টপকাতে না পারে, সেই জন্যই আজ দিল্লির হয়ে গলা ফাটাবে ধোনির চেন্নাই এবং ক্রুনালের লখনৌ সুপার জায়ান্টস।

কেকেআর এবং রাজস্থান রয়্যালস: দুই দলই সর্বোচ্চ ১৪ পয়েন্ট অর্জন করতে পারে। যদি একাধিক দল ১৪ পয়েন্টে ফিনিশ করে তাহলে।নেট রানরেট বিবেচ্য হবে। কেকেআর এবং রাজস্থান দুই দলই চাইবে যাতে পাঞ্জাব ১৪ পর্যন্ত পৌঁছতে না পারে। এতে ১৪ পয়েন্টে পৌঁছনোর সম্ভবনা থেকে এক প্রতিদ্বন্দ্বী কমবে।

publive-image

আরসিবি: শেষ ম্যাচে রাজস্থানকে উড়িয়ে দিয়ে নিজেদের নেট রানরেট উন্নত করেছে দুপ্লেসিস-কোহলিদের আরসিবি। এখনও দুটো ম্যাচ খেলতে হবে আরসিবিকে। এর মধ্যে একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই ১৪ পয়েন্টে আটকে যাবেন কোহলিরা। তাই আরসিবিও চাইবে পাঞ্জাব যাতে শেষ দুই ম্যাচের একটিতে হারে।

মুম্বই ইন্ডিয়ান্স: হঠাৎ করে লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে সর্বনাশ হয়েছে মুম্বইয়ের। তবে এখনও ষোলো পয়েন্টে পৌঁছতে পারে রোহিত শর্মার দল। তবে শেষ ম্যাচেও যদি মুম্বই হেরে যায় তাহলে তারা চাইবে প্লে অফের লড়াইয়ে থাকা বাকি দলগুলোও যাতে ১৪ পয়েন্টে আটকে যায়। তাই আপাতত পাঞ্জাব নয়, দিল্লিকে সমর্থন মুম্বইয়ের।

KKR Kolkata Knight Riders IPL Delhi Capitals Punjab Kings PBKS
Advertisment