সুয়াশ শর্মা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। একটাও টি২০ ম্যাচ না খেলা সুয়াশের স্পিন সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজি। এবার সেই ধাঁচেই কেকেআর বেস প্রাইস ২০ লক্ষ টাকায় সই করালো গুজরাটের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ২০ বছরের আর্য দেশাইকে।
সাকিব আল হাসানের জায়গায় কেকেআর নিয়েছিল জেসন রয়কে। এবার ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জায়গায় পরিবর্ত ঘটছে গুজরাটের আর্য দেশাইকে। যিনি এখনও পর্যন্ত টি২০-ই খেলেননি।
আর্য তিনটে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। গুজরাটের হয়ে মধ্যপ্রদেশের হয়ে চলতি বছরের জানুয়ারিতে অভিষেক ঘটেছিল তাঁর। তিনটে রঞ্জি খেলা তারকার নামের পাশে একটি হাফসেঞ্চুরি রয়েছে। বিদর্ভ-এর বিপক্ষে ফিফটি করেন তিনি।
হায়দরাবাদ ম্যাচে খেলতে নামার সময়েই কেকেআরের তরফে এমন মিডিয়া বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয় শ্রেয়সের বদলে তাঁকে নেওয়া হচ্ছে।
ঘটনা হল, শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ার পর কেকেআরের ট্রায়ালে অংশ নিয়েছিলেন সুদীপ ঘরামি। ট্রায়ালে কোচ চন্দ্রকান্ত পন্ডিতকেও প্রভাবিত করেছেন বলে খবর রটে গিয়েছিল। তবে কেকেআর বাংলার ভূমিপুত্রকে ঠাঁই দিল না। সুদীপ নয়, অজানা, অখ্যাত আর্য-র ওপরেই ভরসা রাখল নাইট রাইডার্স শিবির।