scorecardresearch

জিতল কলকাতা, বড়সড় শাস্তি পেলেন অধিনায়ক নীতিশ রানা

জিতেও স্বস্তি মিলল না কেকেআরের

জিতল কলকাতা, বড়সড় শাস্তি পেলেন অধিনায়ক নীতিশ রানা

কেকেআর জিতল মাঠে। তবে স্বস্তি পেলেন না ক্যাপ্টেন নীতিশ রানা। স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হল নাইটদের নেতাকে। পাঞ্জাব কিংসের বিপক্ষে সোমবার ইডেনে খেলা ছিল কেকেআরের। সেই ম্যাচেই কেকেআর জিতল পাঁচ উইকেটে।

আর শেষ বলের থ্রিলারের পরেই বোর্ডের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, আইপিএল-এর কোড অফ কন্ডাক্ট-এর নিয়ম অনুযায়ী জরিমানা হচ্ছে নীতিশ রানার। চলতি সিজনে এটাই যেহেতু ক্যাপ্টেন রানার ওভার রেট সংক্রান্ত বিষয়ে প্ৰথম অপরাধ, সেই কারণে ১২ লক্ষ টাকা জরিমানাতেই ছাড় পাবেন তিনি।

সোমবার রাতে রিঙ্কু সিং আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন মোক্ষম সময়ে। পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচে শেষ বলে ফারাক গড়ে দিলেন তিনি। নিজেকে ফিনিশার হিসাবে আরও একবার প্রমাণ করলেন তিনি। জয়ে কেকেআরের প্লে অফের সম্ভবনা জিইয়ে থাকল।

অধিনায়ক রানার হাফসেঞ্চুরি এবং আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংস পূর্ণতা পায় রিঙ্কু ১০ বলে ২১ রানের ফিনিশারের ভূমিকা পালন করে দেওয়ায়। একদম শেষ বলে কেকেআর ঘরের মাঠ ইডেনে ১৮০ রানের টার্গেট চেজ করল সফলভাবে।

বল হাতে আরও একবার সফল বরুণ চক্রবর্তী। ৪ ওভারের কোটায় ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করলেন তিনি। কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাঞ্জাব ১৭৯-এর বেশি তুলতে পারেনি। স্লো উইকেটে হাফসেঞ্চুরি করে গিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr skipper nitish rana fined 12 lakhs for slow over rate offence