Advertisment

চরম ধাক্কা কলকাতার! টেবিলে দুইয়ে থেকেও প্লে অফের আগেই বিদায়ের মুখে চেন্নাই

কেকেআর ম্যাচে হারের পর চেন্নাইয়ের প্লে অফে পৌঁছনোর স্বপ্ন বড়সড় ধাক্কা খেল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে ৬১ ম্যাচ খেলা হয়ে গেল। কিন্তু প্লে অফ চিত্র এখনও স্পষ্ট নয়। দিল্লি ক্যাপিটালস ছাড়া লিগের শেষ সপ্তাহে বাকি ৯ দলকেই একটা হার ভোগাতে পারে। রবিবার আরসিবি একপেশেভাবে হারাল রাজস্থান রয়্যালসকে। চেন্নাইয়ের মাঠে ১১ বছর পর জয় পেল কেকেআর-ও। এতে প্লে অফের লড়াই আরও চিত্তাকর্ষক জায়গায় পৌঁছে গেল। এমনকি বর্তমানে লিগ টেবিলের দুই নম্বরে থাকা সিএসকে কেকেআরের কাছে হারের পর প্লে অফ থেকেই ছিটকে যেতে পারে। এমন সম্ভবনা তৈরি হয়েছে।

Advertisment

প্লে অফ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় চেন্নাই:
প্লে অফে পৌঁছনোর জন্য চেন্নাইকে এই মুহূর্তে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হবে। লিগের শেষ ম্যাচে জিতলেই ধোনিরা প্লে অফে খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। গুজরাট টাইটান্স ১৬ পয়েন্টে রয়েছে। সেই সঙ্গে এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ১৬-১৬ পয়েন্টে পৌঁছতে পারে। এমন অবস্থায় সিএসকের কাছে শেষ ম্যাচ মাস্ট উইন। এই মুহূর্তে ১৫ পয়েন্টে আটকে থাকা চেন্নাইয়ের কাছে প্লে অফ নিশ্চিত নয় কোনওভাবেই।

আরও পড়ুন: ধোনি-বিরোধী পোস্টেই সমর্থন! মাহির সঙ্গে জাদেজার ঠান্ডা লড়াই ঘিরে উত্তাল CSK ক্যাম্প

চেন্নাই কি সেরা দুইয়ে ফিনিশ করতে পারবে?
মুম্বই যদি নিজেদের শেষ দুই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জেতে তাহলে রোহিত বাহিনী ১৮ পয়েন্টে পৌঁছবে। চেন্নাই সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছতে পারে। এমন অবস্থায় সিএসকে কোনওভাবেই সেরা দুইয়ে ফিনিশ করতে পারবে না। লখনৌ যদি লিগের বাকি দুই ম্যাচে মুম্বই এবং কলকাতাকে হারায়, তাহলে তাদের সংগ্রহেও থাকবে ১৭ পয়েন্ট। তবে গুজরাট যদি শেষ দুই ম্যাচে হারে তাহলে চেন্নাই এবং লখনৌ প্ৰথম দুই দল হিসেবে ফিনিশ করবে। গুজরাট যদি শেষ দুই ম্যাচেই হারে এবং মুম্বই যদি বাকি দুও ম্যাচেই জয় পায়, তাহলে রোহিত শর্মার দল শীর্ষস্থানে থাকবে। দুইয়ে থাকবে সিএসকে।

চেন্নাই ছাড়া এই দলগুলো ১৬ বা ততোধিক পয়েন্ট অর্জন করতে পারে
গুজরাটের এখনই সংগ্রহে রয়েছে ১৬ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতে সর্বোচ্চ ২০-তে ফিনিশ করতে পারেন হার্দিক পান্ডিয়ারা। মুম্বই, লখনৌ দুই দলকেই দুটো করে ম্যাচ খেলতে হবে। এদের মধ্যে একটি ম্যাচে মুখোমুখি সাক্ষাতের বিষয়-ও রয়েছে। সেই ম্যাচে মুম্বই জিতলে ১৬-য় শেষ করবে তারা। লখনৌ হারলে স্রেফ ১৫ পয়েন্ট লেখা থাকবে তাদের নামের পাশে। আরসিবি এবং পাঞ্জাব দুই দলই ১৬-১৬ করে পয়েন্ট অর্জন করতে পারে। তাই দুই দলের কাছেই শেষ দুই ম্যাচ জিততে হবে।

এই দলগুলো ১৪-র বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারবে না:
রাজস্থান এবং কলকাতার একটি করার ম্যাচ বাকি রয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদকে খেলতে হবে তিনটে ম্যাচ। এই দলগুলো ১৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস আবার ১২-র বেশি পয়েন্ট পাবে না। দিল্লির এখনও পাঞ্জাব এবং চেন্নাইয়ের বিপক্ষে খেলা বাকি। দিল্লি এই দুই ম্যাচ জিতলে সমীকরণ আরও উত্তেজক জায়গায় পৌঁছে যাবে।

Read the full article in HINDI

Chennai Super Kings CSK KKR Kolkata Knight Riders IPL
Advertisment