/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/csk_kkr.jpg)
নীতিশ রানার নেতৃত্বে ১১ বছর পর চিপকে চেন্নাইয়ের বিপক্ষে স্মরণীয় জয়। সেই জয়ের মূল কারিগর কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানা। অধিনায়ক হিসেবে দুর্ধর্ষভাবে প্ৰথমে যেমন চেন্নাইকে মাত্র ১৪৪ রানে আটকে রাখতে সাহায্য করেছিলেন। তেমন ব্যাট হাতে চাপের মুহূর্তে দুরন্ত হাফসেঞ্চুরি করে নাইটদের জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন।
তবে চেন্নাইকে হারানোর পরেই দুঃসংবাদ শুনলেন তিনি। স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রানাকে। সাধারণত আইপিএলের নিয়ম অনুযায়ী, প্ৰথমবার এই নিয়ম লঙ্ঘিত হলে অধিনায়কের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়। তবে চলতি সিজনে এটি ছিল রানার নেতৃত্বে কেকেআরের দ্বিতীয় 'অপরাধ'। সেই জন্যই কড়কড়ে ২৪ লক্ষ টাকা গুনতে হবে নাইট নেতাকে।
যেহেতু কেকেআর চলতি সিজনে এই নিয়ে দ্বিতীয়বার নিয়ম লঙ্ঘন করল, সেই কারণে নীতিশ রানার পাশাপাশি শাস্তি পেতে হবে নাইটদের সকল প্লেয়ারদের। ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্ৰথম একাদশের সকলকে ম্যাচ ফির ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকা করে দিতে হবে। ম্যাচের পর রবিবার রাতেই প্রেস বিবৃতিতে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ।
ম্যাচ চলাকালীন অনফিল্ড আম্পায়াররা ১৬তম ওভার থেকেই নীতিশ রানাকে সতর্ক করতে থাকে। বলে দেওয়া হয়, নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে রয়েছে কেকেআর। স্লো ওভারের কারণেই ২০ তম ওভারে বৈভব অরোরাকে বৃত্তের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার দাঁড় করিয়ে বোলিং করতে হয় জাদেজা, ধোনিদের। সেই সুবিধা যদিও নিতে পারেনি সিএসকে। নিখুঁত লাইন লেন্থে অরোরা জাদেজাকে আউট করার পর ধোনিকে শেষ দুই বলে বিগ হিট নেওয়া থেকে রুখে দেন।
যাইহোক, চাপের মুখে রান চেজ করতে নেমে রিঙ্কু সিং, নীতিশ রানা দুজনেই হাফসেঞ্চুরি করে যান। পাওয়ার প্লেতে কেকেআর তিন উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে নাইট রাইডার্স-ও সহজে ৬ উইকেটে জয় হাসিল করে। ক্যাপ্টেন রানা ৪৪ বলে ৫৭ করে যান। অন্যদিকে, রিঙ্কু সিং মঈন আলির দুর্ধর্ষ থ্রোয়ে রান আউট হওয়ার আগে ৪৩ বলে ৫৪ করে যান।
কেকেআরের কাছে হেরে লিগ টেবিলে বর্তমানে দুইয়ে থাকা সিএসকের প্লে অফ ভবিষ্যতে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। নাইটরা অন্যদিকে, ১২ পয়েন্টে পৌঁছে গেল। প্লে অফের জন্য নাইটরা শেষ ম্যাচে জয়ের সঙ্গে বাকি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে।
Read the full article in ENGLISH