scorecardresearch

রিঙ্কুকে সেরার সেরা উপহার ধোনির! চেন্নাই ম্যাচের পরেই স্বপ্নপূরণ হল নাইট সুপারস্টারের

রিঙ্কুর জীবনে আনন্দ এনে দিলেন মহেন্দ্র সিং ধোনি

রিঙ্কুকে সেরার সেরা উপহার ধোনির! চেন্নাই ম্যাচের পরেই স্বপ্নপূরণ হল নাইট সুপারস্টারের

চেন্নাইয়ের ডেরায় গিয়ে কেকেআর ধোনিদের বধ করেছে। রবিবার ছয় উইকেটে বিশাল ব্যবধানে জিতে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নাইটরা। কঠিন পরিস্থিতিতে রিঙ্কু সিং এবং নীতিশ রানা দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করে দলকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন।

রিঙ্কু সিং চলতি সিজনের তৃতীয় (৪৩ বলে ৫৪) করে গেলেন রবিবার। মঈন আলির থ্রোয়ে যখন রিঙ্কু রান আউট হয়ে যান, তার আগেই নাইটদের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। নয় বল বাকি থাকতেই কেকেআর হাতে ছয় উইকেট নিয়ে স্কোরবোর্ডে ১৪৭ তুলে দেয়।

ম্যাচের পর চিপকের দর্শকদের অভিবাদন জানাতে ধোনি সহ গোটা সিএসকে দল মাঠ প্রদক্ষিণ করে। তারপরে রিঙ্কুকে স্পেশ্যাল উপহার পাঠিয়ে দেন ধোনি। বাঁ হাতি তারকার কেকেআর জার্সিতে সই করে পাঠালেন ধোনি। কেকেআর সেই জার্সির ছবি কোলাজ করে আবার পোস্ট করল নিজেদের সোশ্যাল মিডিয়ায়।

তার আগে স্লো সারফেসে কেকেআর চেন্নাইকে স্কোরবোর্ডে ১৪৪-এর বেশি তুলতে দেয়নি। ধোনি টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। কেকেআরের বরুণ চক্রবর্তী (২-৩৬) এবং সুনীল নারিন (২-১৫) চেন্নাইয়ের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দেন।

পাওয়ার প্লেতে ক্যাপ্টেন রানা বরুণ চক্রবর্তীকে আক্রমণে নিয়ে আসেন। সেই প্ল্যানিং পুরোপুরি খেটে যায়। অজিঙ্কা রাহানে এবং রুতুরাজ গায়কোয়াডকে ফিরিয়ে ধাক্কা দেন বরুণ। সেখান থেকে আর বেরোতে পারেনি সিএসকে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs csk kolkata knight riders rinku singh receives special gift from ms dhoni