Advertisment

গাভাসকারের বুকে ধোনির নাম! এবার হয়ত শেষ, কলকাতা ম্যাচের পরেই জল্পনা বাড়াল মাহির কীর্তি

গাভাসকার-ও ধোনির অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হলেন, তাহলে কি বিদায় মহাতারকার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি সিজনে ঘরের মাঠে জয় মোটেই মধুর হল না। কেকেআরের কাছে ৬ উইকেটে বিধ্বস্ত হয়ে চিপকে শেষ ম্যাচ খেলল চেন্নাই। তা সত্ত্বেও চিদাম্বরমের দর্শকদের মুডে একটুও বিষাদ নেই। ধোনির ল্যাপ অফ অনার পুরোপুরি চেটেপুটে উপভোগ করলেন চেন্নাইয়ের দর্শকরা।

Advertisment

ঘরের মাঠে চলতি সিজনে শেষ হোম ম্যাচ খেলার পর গোটা মাঠ প্রদক্ষিণ করলেন ধোনিরা। সেই সময়েই দেখা গেল বিরল দৃশ্য। সর্বকালের সর্বসেরা কিংবদন্তি সুনীল গাভাসকার-ও আবেগে ভেসে গিয়ে কার্যত ধাওয়া করে ধোনির কাছ থেকে অটোগ্রাফ জোগাড় করলেন। দুই প্রজন্মের দুই মহাতারকাকে মিলিয়ে দিল চিপক।

আরও পড়ুন: ধোনি-বিরোধী পোস্টেই সমর্থন! মাহির সঙ্গে জাদেজার ঠান্ডা লড়াই ঘিরে উত্তাল CSK ক্যাম্প

ধোনি এই শেষবারের মত চিপকে খেলতে নামলেন কিনা, তা নিয়ে ম্যাচের আগে থেকেই জল্পনা চলছিল। ধোনি নিজেও এই ঘটনা কনফার্ম করেননি। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে ততই ধোনির জন্য আবেগের বাষ্প জড়ো হয়েছে চেন্নাই দর্শকদের মধ্যে।

কেকেআরের কাছে হারেও সেই মেজাজ দমে যায়নি। এমনকি ল্যাপ অফ অনারের সময় ধোনিকে বেশ কয়েকবার বল হিট করে দর্শকদের কাছে পাঠিয়ে দিতেও দেখা যায়। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা নিজেদের কর্তব্যরত অবস্থায় ধোনির সঙ্গে সেলফি, অটোগ্রাফ সবই নিলেন।

চলতি সিজনের শুরুর দিকে ধোনির জন্য নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন সানি। বলে দেন, "মাহি সকলের থেকে আলাদা। ও সম্পূর্ণ অন্য ধাঁচের ক্যাপ্টেন। ওঁর মত ক্যাপ্টেন আগে আসেনি। ভবিষ্যতেও ওঁর মত কেউ হবে না।"

Read the full article in ENGLISH

Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL Sunil Gavaskar
Advertisment