Advertisment

শাহরুখের KKR-কে ভুলে গেল ইডেন! ধোনির জন্য হলুদ জার্সিতে মাঠ কাঁপালেন নাইট সমর্থকরা

ধোনির জন্য পাগল হল কলকাতা

author-image
IE Bangla Sports Desk
New Update
dhoni-eden

ইডেনে জয়ধ্বনি ধোনির। ছবি- পার্থ পাল

রবিবার কলকাতা নাইট রাইডার্স যখন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের ঘরের খেলা খেলতে নেমেছিল, তখন ইডেন গার্ডেন্সে হলুদ ঝড় উঠেছিল। হলুদ সমুদ্রের ঢেউ উঠেছিল ইডেনের গ্যালারিতে। সিএসকে ব্যাটারদের প্রতি বাউন্ডারি আছড়ে পড়ার পরেই 'ধোনি ধোনি' কোরাস মন্ত্রের মত প্রতিধ্বনিত হচ্ছিল ঐতিহাসিক স্টেডিয়ামে।

Advertisment

সিএসকে অধিনায়ক এমএস ধোনি ম্যাচের পরে বলবেন, “আমি শুধু সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ দিতে জানাই। সিএসকের প্রচুর সমর্থক মাঠে এসেছিলেন। এই ছেলেদের বেশিরভাগই পরের বার কেকেআরের জার্সিতেই আসবে। ওঁরা আমাকে বিদায় জানানোর চেষ্টা করছে, এই সমর্থকদের অনেক ধন্যবাদ।”

ওপেনার ডেভন কনওয়ে বলে গেলেন, “আপনার গ্রুপে এমএস থাকা মানে বিশাল ব্যাপার, ওঁকে পাওয়াটা দারুণ। আমরা যেখানেই খেলি ওর সৌজন্যে সেটা যেন হোম ম্যাচ হয়ে যায়। সিএসকে সমর্থকরা সবসময় আমাদের সঙ্গেই থাকেন। এই দলের অংশ হতে পারা দারুণ অভিজ্ঞতা।”

কলকাতায় খেলতে এসে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল ধোনির। “আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। আমি খড়্গপুরে কাজ করতাম যা এখান থেকে দুই ঘণ্টার পথ। ভালোবাসা তো এভাবেই আসে,” টসের সময় নস্ট্যালজিক ধোনি।

ইডেনে রানের বন্যা বইল। সিএসকে আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বাধিক রানের নজির গড়ে গেল রবিবার। ৪৯ রানের বড়সড় জয়-ও ছিনিয়ে নিল ধোনি-বাহিনী।

ভাবা হয়েছিল ২০২২ আইপিএলের পরেই অবসর নেবেন ধোনি। ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহাতারকা। তারপর প্রাক্তন ভারতীয় অধিনায়ক আইপিএল ছাড়া অন্য কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে অংশ নেননা।

২৯ বলে অপরাজিত ৭১ রান করা অজিঙ্কা রাহানেও অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। বলে দিয়েছেন, "দুর্দান্ত শিক্ষা হল, আমি বহু বছর ধরে ভারতের হয়ে মাহি ভাইয়ের অধীনে খেলেছি। এবং এখন এমনকি সিএসকেতেও নতুন ধরনের অভিজ্ঞতা হচ্ছে। ধোনির পরামর্শ মত চললে সফল হবেই হবেন।"

কেকেআরের বিপক্ষে দুরন্ত জয়ের পর, সিএসকে সাত ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল।

Read the full article in ENGLISH

Chennai Super Kings CSK KKR Kolkata Knight Riders MS DHONI Mahendra Sing Dhoni Eden Gardens IPL
Advertisment