scorecardresearch

১০ বছরের বেশি KKR টিমে খেলা তারকাকে অবশেষে বাদ দিচ্ছে কলকাতা, রবিবার CSK ম্যাচে চমক

চেন্নাই ম্যাচে আজ রবিবার কেমন দল সাজাচ্ছে কেকেআর

১০ বছরের বেশি KKR টিমে খেলা তারকাকে অবশেষে বাদ দিচ্ছে কলকাতা, রবিবার CSK ম্যাচে চমক

রবিবার কেকেআরকে হারালেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছনো তো বটেই প্লে অফে খেলাও নিশ্চিত করে ফেলবে সিএসকে। টানা দু-ম্যাচ জিতে কেকেআরের মোকাবিলা করতে নামছে মহেন্দ্র সিং ধোনির দল। এবং বরাবরের মতই সিএসকে নিজেদের দূর্গ চিপকে অপ্রতিরোধ্য।

চিপকের সেই ট্রেডমার্ক স্লো পিচ যেখানে ব্যাটসম্যানরা রান তুলতে হাঁসফাঁস করেন। এবং রবীন্দ্র জাদেজা, মহেশ থিকসানা, মঈন আলিরা বিপক্ষ ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দেন ঘূর্ণিতে। রবিবার হারলেই কেকেআরের প্লে অফ ওঠার স্বপ্নে কার্যত যবনিকাপাত হয়ে যাবে।

সিএসকের হয়ে খেলার জন্য বেন স্টোকস পুরোপুরি ফিট। তবে দলে প্ৰথম একাদশে ঢোকার সুযোগ পাচ্ছেন না তারকা অলরাউন্ডার। স্টোকস খেললে স্লো পিচে মঈন আলিকে বসাতে হবে। সেই ঝুঁকি কি নেবে চেন্নাই?

আরও পড়ুন: সুপার সানডেতেই নিশ্চিত প্লে অফ ভাগ্য! হারলেও KKR-এর প্লে অফ সুযোগ ষোলআনা, জানুন অঙ্ক

এদিকে, আইপিএলে কিংবদন্তি সুলভ তকমা পেয়েছেন সুনীল নারিন। ১৬০ ম্যাচে কেকেআরের জার্সিতে ১৫৯ নিয়েছেন। তবে চলতি সিজনে নারিন অতীতের ছায়ামাত্র। উইকেট তোলা তো দূর, নিজের লাইন লেন্থ সামলাতেই হিমশিম খাচ্ছেন ক্যারিবীয় স্পিনার। তাঁর রহস্য হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। ১২ ম্যাচ খেলে মাত্র ৭ উইকেট তাঁর নামের পাশে। ইকোনমি রেট ৮.৫০। কেকেআরের স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা এবং অনুকূল রায় ভালো বোলিং করছেন। পেস বিভাগে শক্তি আমদানি করার জন্য রবিবার সুনীল নারিনকে বসিয়ে লকি ফার্গুসনকে খেলানো হতে পারে। যিনি লোয়ার অর্ডারে ব্যাট করতেও দক্ষ।

হেড টু হেড:
সিএসকে বনাম কেকেআর মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ইয়েলো ব্রিগেড। ২৯ টি ম্যাচের মধ্যে ১৯ বার-ই জিতেছেন ধোনিরা। ১০ বার জয় পেয়েছে কেকেআর।

CSK vs KKR Predicted Playing XI

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য প্রথম একাদশ:
জেসন রয়, রহমনুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন/লকি ফার্গুসন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য প্ৰথম একাদশ:
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি, দীপক চাহার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে
ইমপ্যাক্ট প্লেয়ার: মাথিসা পাথিরানা

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs csk predicted playing xi sunil narine likely to be dropped ben stokes to return