Advertisment

সুপার সানডেতেই নিশ্চিত প্লে অফ ভাগ্য! হারলেও KKR-এর প্লে অফ সুযোগ ষোলআনা, জানুন অঙ্ক

চেন্নাইয়ের কাছে হারলেও সমস্যা হবে না নাইটদের। বিশ্বাস না হলে চোখ রাখুন অঙ্কে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে যথারীতি রবিবার ডাবল হেডার। দুপুরে প্ৰথম ম্যাচে খেলতে নামছে আরসিবি এবং রাজস্থান রয়্যালস। রাতে ব্লকবাস্টার সিএসকে এবং কেকেআর। আইপিএল উত্তেজক জায়গায় পৌঁছে গিয়েছে। লিগের ৫৯ ম্যাচ খেলার পরেও কোনও দল এখনও প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারেনি।

Advertisment

তবে এদিন রবিবার সত্যিকারের সুপার-সানডে হতে চলেছে। কারণ কেকেআরকে রাতের খেলায় হারলেই প্লে অফের টিকিট পেয়ে যাবে চেন্নাই। সেই সঙ্গে কেকেআরের প্লে অফ স্বপ্ন খতম হয়ে যাবে এদিনই। আরসিবি এবং রাজস্থান রয়্যালস- দু দলের কাছেই রবিবারের লড়াই বেঁচে থাকার। আরসিবির রানরেট এতটাই খারাপ জায়গায় যে ১৬ পয়েন্টে পৌঁছলেও রানরেটের জন্য শেষমেশ ছিটকে যেতে পারেন কোহলিরা।

রবিবার কেকেআর, সিএসকে, রাজস্থান রয়্যালস এবং আরসিবির জন্য কী কী সমীকরণ অপেক্ষা করছে:

রাজস্থান রয়্যালস: রাজস্থান আরসিবির কাছে হেরে গেলে বাকি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। আরসিবির কাছে হারলেও রাজস্থানের প্লে অফের স্বপ্ন খতম হবে না। তবে নিজের শেষ ম্যাচ জয়ের সঙ্গে বাকি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে সঞ্জু স্যামসনদের ভাগ্য।

গুজরাট টাইটান্স-এর পরেই রাজস্থানের রানরেট সবথেকে ভালো (০.৬৩৩)। বর্তমানে যা পরিস্থিতি তাতে লিগের সব ম্যাচ শেষে পাঁচের বেশি দল ১৫ বা তার বেশি পয়েন্টে ফিনিশ করতে পারে। এমন অবস্থায় লিগের শেষ দুই ম্যাচ জিতলে সহজেই রাজস্থান প্লে অফে পৌঁছে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে ফেলবে। সেক্ষত্রে রয়্যালসদের পয়েন্ট দাঁড়াবে ১৬-এ। গুজরাট টাইটান্স, চেন্নাই এবং লখনৌ সুপার জায়ান্টস এর বেশি পয়েন্ট অর্জন করতে পারে। তখন চতুর্থ স্থানের জন্য লড়াই হতে পারে মুম্বই এবং রাজস্থানের। তবে নেট রানরেটের নিরিখে সেক্ষেত্রে টপ ফোরে কোয়ালিফাই করে যাবে রাজস্থান রয়্যালস। বর্তমানে মুম্বইয়ের নেট রানরেট অনেকটাই কম (-০.১১৭)।

আরসিবি: রাজস্থান রয়্যালসের মতই পরিস্থিতি আরসিবির। ১৬ পয়েন্টে পৌঁছনোর জন্য আরসিবিকে বাকি দুই ম্যাচে জয় পেতে হবে। তবে আরসিবির নেট রানরেট বর্তমানে -০.৩৪৫। রবিবার আরসিবি হারলে কার্যত বিদায় ঘটে যাবে কোহলি-দুপ্লেসিসদের। এদিন হেরে শেষ দুই ম্যাচে জিতলেও আরসিবি সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছবে।

তবে সেক্ষেত্রে চেন্নাই, গুজরাট, লখনৌ এবং মুম্বইয়ের মধ্যে একটি দল ১৪ পয়েন্টের বেশি অর্জন করবে। তবে রয়্যালস নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকবে। এমনকি বাকি তিন ম্যাচ জিতে ১৬ পয়েন্টে পৌঁছলেও প্লে অফ নিশ্চিত করতে পারবে না দুর্বল রানরেটের জন্য। সিএসকে, লখনৌ, মুম্বই ইন্ডিয়ান্স ১৬ বা তার বেশি পয়েন্ট সংগ্রহ করার মত পরিস্থিতিতে থাকবে।

আরও পড়ুন: ১০ বছরের বেশি KKR টিমে খেলা তারকাকে অবশেষে বাদ দিচ্ছে কলকাতা, রবিবার CSK ম্যাচে চমক

চেন্নাই সুপার কিংস: কেকেআরের বিপক্ষে জিতলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে প্লে অফ চূড়ান্ত করে ফেলবে চেন্নাই। তবে তাতেও টপ টু নিশ্চিত হবে না ধোনি ব্রিগেডের। কারণ মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস ১৭ বা তার বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারে।

যদি রবিবার কেকেআরের কাছে সিএসকে হারে তাহলে দিল্লির বিপক্ষে শেষ ম্যাচে জিতে সরাসরি প্লে অফে পৌঁছনোর রাস্তা থাকবে সিএসকের। তবে লিগের শেষ দুই ম্যাচে হারলেও প্লে অফের দৌড় থেকে চেন্নাই ছিটকে যাবে না। সেক্ষেত্রে বাকি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে সিএসকের ভাগ্য।

কেকেআর: নাইট রাইডার্স যদি লিগের বাকি দুই ম্যাচেই জেতে তাহলে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ভালোভাবেই প্লে অফের দৌড়ে থাকবে। সেই সঙ্গে বাকি ম্যাচের ফলাফলও যাতে নাইটদের অনুকূলে হয়, সেই প্রার্থনা চলবে কেকেআর শিবিরে। ১৪ পয়েন্ট সংগ্রহ করার পর কেকেআর চাইবে গুজরাট যাতে বাকি দুই ম্যাচেই জেতে। আরসিবি এবং রয়্যালস ম্যাচে কোহলিরা জেতার পর যেন বাকি দুই ম্যাচেই হারে। দিল্লিকে সেক্ষেত্রে হারাতে হবে পাঞ্জাব কিংসকে। এরকম ফলাফল হলে গুজরাট, সিএসকে এবং মুম্বই সরাসরি প্লে অফে পৌঁছে যাবে।

কেকেআর এবং পাঞ্জাব দুই দলই ফিনিশ করবে ১৪ পয়েন্টে। চতুর্থ দল হিসাবে কলকাতা নাকি পাঞ্জাব কোন দল পৌঁছয়, তা নির্ভর করবে রানরেটের ওপর। এক্ষেত্রে কেকেআরের (-০.৩৫৭) তুলনায় এখনও এগিয়ে পাঞ্জাব (-০.২৬৮)। তবে লিগের বাকি দুই ম্যাচে নেট রানরেট উন্নত করার সুযোগ পাচ্ছে কেকেআর।

Read the full article in HINDI

RCB Chennai Super Kings CSK KKR Rajasthan Royals Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment