scorecardresearch

টিভিতে প্রকাশ্যে কান্নায় ভাসলেন গাভাসকার! ধোনির কথায় বাঁধ মানল না চোখের জল, দেখুন ভিডিও

ধোনির জন্য টিভিতে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন গাভাসকার! হৃদয় গলিয়ে দিল সর্বশ্রেষ্ঠ কিংবদন্তির কীর্তি, দেখুন ভিডিও

টিভিতে প্রকাশ্যে কান্নায় ভাসলেন গাভাসকার! ধোনির কথায় বাঁধ মানল না চোখের জল, দেখুন ভিডিও

রবিবার চিপকে বিরল দৃশ্য দেখা গিয়েছিল। সুনীল গাভাসকার স্বয়ং ধোনির অটোগ্রাফ পাওয়ার জন্য উদ্বেল হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত মাঠেই গাভাসকারের শার্টে সই করেন ধোনি। সিএসকের শেষ ম্যাচের পর কেন এভাবে আবেগ-বিহ্বল হয়ে পড়েছিলেন, সেই কারণই এবার খোলসা করলেন স্বয়ং সানি।

স্টার স্পোর্টস-এ সুনীল গাভাসকার জানান, “যখনই জানতে পারি, চিপকে ল্যাপ অফ অনার দেবে সিএসকে। সেই সময়েই ঠিক করে ফেলি, মুহূর্তটা স্মরণীয় করে রাখতে হবে। সেই কারণেই ধোনির দিকে দৌড়ে গিয়ে ওঁর কাছে অটোগ্রাফ চেয়ে বসি। চিপকে এটাই ওঁর শেষ হোম-ম্যাচ ছিল। প্লে অফে চেন্নাই কোয়ালিফাই করলে অবশ্যই এখানে চলতি সিজনে আবার খেলতে দেখা যাবে। তবে সেই সময়ই মনে হয়েছিল মুহূর্তটা স্মরণীয় করে রাখা প্রয়োজন। আমার ভাগ্য ভালো ছিল যে ক্যামেরা ইউনিটের একজনের কাছে একটা মার্কার পেন ছিল। তাঁর কাছেও আমি কৃতজ্ঞ।”

ধোনির ব্যবহারে আপ্লুত বিশ্বক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ মহাতারকা। টিম ইন্ডিয়ায় সিএসকে অধিনায়কের অবদানের কথাও খুল্লামখুল্লা স্বীকার করেন তিনি। “আমি ধোনির কাছে গিয়ে যে শার্ট পরেছিলাম, সেই শার্টে সই করতে বলি। গোটা ঘটনায় সায় দেওয়ার জন্য ধোনিকে ধন্যবাদ। সেই ঘটনা আমার কাছে ভীষণ আবেগী ছিল কারণ এই ব্যক্তির ভারতীয় ক্রিকেটে অবদান অপরিসীম।” বলেছেন গাভাসকার। কিংবদন্তি যখন নিজের হৃদয়ের কথা, আবেগের কথা উজাড় করে দিচ্ছেন, সেই সময় দৃশ্যতই চোখে জল তাঁর। যে দেখে শিহরিত হয়ে উঠছে ক্রিকেট মহল।

আবেগী হয়ে গাভাসকার আরও জানিয়েছেন, বাকি জীবনে কোন দুই মুহূর্ত চিরকালীন হয়ে থাকবে তাঁর কাছে। জানাচ্ছেন, “কপিল দেব ১৯৮৩-তে ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে তুলছেন এবং ২০১১ ওয়ার্ল্ড কাপ ফাইনালে ধোনির সেই ম্যাচ জেতানো ছয়, মৃত্যুর আগে বারবার দেখতে চাইব।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs csk sunil gavaskar reveals why he got so emotional while ms dhoni signing autograph on his shirt