Advertisment

KKR-কে হারানোর পরেই সুসংবাদে ভাসল সৌরভের দিল্লি! অবশেষে মিলল 'মূল্যবান সম্পত্তি'

খুশির খবর দিলেন খোদ ক্যাপ্টেন ওয়ার্নার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দিল্লি ক্যাপিটালস আইপিএল-এ তাদের প্রথম জয় পেয়েছে কেকেআরের বিরুদ্ধে। তার পরেই আরও বড় সুসংবাদ পেল ক্যাপিটালস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুক্রবার জানিয়েছেন যে কিছু দিন আগে বেঙ্গালুরু থেকে দিল্লিতে ট্রানজিটে চুরি হওয়া বেশিরভাগ ক্রিকেট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Advertisment

দিল্লি ফ্র্যাঞ্চাইজি ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের ম্যাচের পরে রাজধানীতে পৌঁছানোর পরেই ব্যাট, প্যাড এবং গ্লাভস সহ তাদের একাধিক ক্রিকেট সরঞ্জাম চুরি গিয়েছিল। যার মূল্য কয়েক লক্ষ টাকা।

ওয়ার্নার চুরির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে, চুরি হওয়া জিনিসগুলির বিবরণ দিয়েছিলেন।

বলেছিলেন, "চুরি হয়েছে। দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের কিট ব্যাগ থেকে প্যাড, জুতা, থাই প্যাড, গ্লাভস সহ ১৬টি ব্যাট চুরি হয়েছে। ৩টি ব্যাট ডেভিড ওয়ার্নারের, ২টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি যশ ধুলের," অস্ট্রেলিয়ান ওপেনার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন।

ক্যাপিটালস বৃহস্পতিবার তাদের টানা পাঁচ পরাজয়ের ধারা ভেঙেছে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে চার উইকেটে হারিয়েছে ওয়ার্নার বাহিনী। তার একদিন পরেই, ওয়ার্নার জানিয়েছিলেন যে বেশিরভাগ ক্রিকেট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং দোষীদের "খুঁজে পাওয়া গিয়েছে।"

“তারা দোষীদের খোঁজ পাওয়া গিয়েছে। কিছু (ব্যাট) এখনও মেলেনি। তবে ধন্যবাদ", তিনি শুক্রবার লিখেছেন।

দিল্লি ২৪ এপ্রিল হায়দরাবাদে তাদের পরবর্তী আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে।

Read the full article in ENGLISH

IPL Delhi Capitals
Advertisment