scorecardresearch

দিল্লির কাছে হারের জন্য দায়ী কোন নাইট তারকা, ম্যাচ শেষেই আঙুল তুললেন KKR ক্যাপ্টেন রানা

হারতেই বিস্ফোরকভাবে মুখ খুললেন নীতিশ রানা

দিল্লির কাছে হারের জন্য দায়ী কোন নাইট তারকা, ম্যাচ শেষেই আঙুল তুললেন KKR ক্যাপ্টেন রানা

হারের জন্য অন্য কেউ নয়। তিনি নিজেই দায়ী। দিল্লির কাছে হারের পর এমনটাই জানিয়ে দিলেন কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানা। বৃহস্পতিবার ম্যাচের পর ক্যাপ্টেন রানা বললেন, মিডল ওভারে তাঁর আরও বেশি সময় ক্রিজে কাটানো উচিত ছিল।

ম্যাচের পর রানা বলে যান, “এই কঠিন পিচে আমরা ১৫-২০ কম রান করেছি। আমারই দায়িত্ব নেওয়া উচিত ছিল। ওখানে আরও বেশি সময় কাটাতে হত।”

১২৭ রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে কেকেআর ম্যাচ শেষে ওভারে টেনে নিয়ে যায়। বোলারদের কৃতিত্ব দিয়ে রানা বলেছেন, “এই কৃতিত্ব পুরোটাই বোলারদের প্রাপ্য। সামনের ম্যাচ গুলোয় আমরা আরও বেশি ভালো করব বলে আশা করছি। আমরা দেরি করতে চেষ্টা করছিলাম। তবে ওঁরা পাওয়ার প্লে-তে ভালো ব্যাটিং করেছে। ওখানেই ওঁরা ম্যাচের ফারাক গড়ে দিয়েছে। একটা দল হিসেবে আমাদের খেলতে হবে। এদিন যেরকম বোলিং করেছি, সেটাই আমাদের বজায় রাখতে হবে। যদি আমরা ছোটখাটো এই বিষয়গুলো উন্নতি করতে পারি, তাহলে আমরা আরও লড়াই দিতে পারব।”

চলতি সিজনের প্ৰথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। চার উইকেটে হার মানতে হয়েছে কেকেআরকে। ডেভিড ওয়ার্নার প্ৰথমে বোলিং নিয়েছিলেন। প্ৰথমে ব্যাটিং করতে নেমে দিল্লি বোলারদের বিরুদ্ধে কার্যত হতাশাজনক পারফর্ম করে যায় কেকেআর। স্কোরবোর্ডে নাইটরা ১২৭ রানের বেশি তুলতে পারেনি। দিল্লির হয়ে আনরিখ নর্জে, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা, অক্ষর প্যাটেল দুটো করে উইকেট নিয়ে যান।

অক্ষর প্যাটেল শেষদিকে ১৯ অপরাজিত থেকে দলকে জয়ের সীমানায় পৌঁছে দেওয়ার আগে ক্যাপ্টেন ওয়ার্নার হাফসেঞ্চুরি করে যান। কেকেআরের জার্সিতে অভিষেক ঘটিয়েই টপ স্কোরার হয়েছিলেন জেসন রয়। আন্দ্রে রাসেল ৩৮ রানের ক্যামিও ইনিংসে কেকেআরকে ১২০+ স্কোরে টেনে নিয়ে যেতে সাহায্য করেন।

চলতি সিজনের শুরুটা নাইটদের খারাপ হয়নি। তবে হারের হ্যাটট্রিকে নাইটরা আপাতত লিগ টেবিলের নিচের দিকে নেমে গিয়েছে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs dc kolkata knight riders captain nitish rana blames himself for the loss against delhi capitals