scorecardresearch

ধারাবাহিকতা একদম নেই, অবশেষে KKR একাদশে বাদ পড়ছেন এই বিদেশি! দিল্লির বিরুদ্ধে বড় বদল নাইটদের

লিগ টেবিলের তলানিতে থাকা দিল্লির বিপক্ষে কেমন দল সাজাতে চলেছে কেকেআর

ধারাবাহিকতা একদম নেই, অবশেষে KKR একাদশে বাদ পড়ছেন এই বিদেশি! দিল্লির বিরুদ্ধে বড় বদল নাইটদের

জোড়া জয়ের পর জোড়া হার। কেকেআর একসময় লিগ টেবিলের প্ৰথম চারের মধ্যে ছিল। তবে মুম্বই এবং সানরাইজার্স-দের কাছে হেরে বিপদে পড়ে গিয়েছে।

এবার বৃহস্পতিবার কেকেআর খেলতে নামছে লিগ টেবিলের তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। টানা পাঁচ ম্যাচেই যাঁরা হেরে বসেছে। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে দিল্লিকে কলকাতা ম্যাচে জিততেই হবে। হারলেই প্লে অফের দৌড় থেকে অঙ্কের বিচারেও ছিটকে যাবে ডেভিড ওয়ার্নাররা।

এমনিতে ওয়ার্নারের স্ট্রাইক রেট প্রবল সমালোচনার মুখে পড়েছে। আসলে একপ্রান্ত আগলে ওয়ার্নার খেললেও অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত থেকেছে। সেই কারণেই খোলামনে ব্যাটিং করতে পারছেন না অজি সুপারস্টার। তাছাড়া দিল্লির রিজার্ভ বেঞ্চ-ও ভীষণ দুর্বল। ফর্মে না থাকা তারকাদের বাদ দিয়ে উপযুক্ত পরিবর্ত খুঁজতে হিমশিম দশা দিল্লির।

ঘরের মাঠে হায়দরাবাদ ম্যাচের হার ভুলে কেকেআর দিল্লির বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া। আনরিখ নর্জে, মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস আক্রমণকে তুলোধোনা করার সামর্থ্য রয়েছে নীতিশ রানা, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলদের।

ঘটনা হল, কেকেআরের ব্যাটিং টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকতা দেখিয়ে চলেছে। তবে উমেশ যাদব, সুনীল নারিনরা প্রত্যাশা মত বোলিং করতে পারছেন না। লকি ফার্গুসনকে নতুন বলে ব্যবহার না করে কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানা সমালোচনার মুখে পড়েছেন।

বোলিং ইউনিট সেভাবে জ্বলে উঠতে না পারলেও, কেকেআর সম্ভবত বোলিং বিভাগে কোনও বদল ছাড়াই মাঠে নামবে। বরং বদলের সম্ভবনা রয়েছে ব্যাটিং অর্ডারে। রহমনুল্লাহ গুরবাজকে বাইরে বসিয়ে জেসন রয়কে খেলানোর সম্ভবনা প্রবল।

বেশ কয়েকদিন জেসন রয় দলের সঙ্গে রয়েছেন। তবে রহমনুল্লাহ গুরবাজ প্ৰথমদিকের কয়েকটি ম্যাচে ভালো খেলায় তাঁকে বাইরে বসাতে পারছিলেন না রানা-পন্ডিতরা। তবে গত দুই ম্যাচেই আফগান তারকা ইনিংসের শুরুতে ব্যর্থ হয়েছেন। তাঁর বদলে তাই নাইটদের একাদশে মারকুটে ইংরেজ ওপেনারকে দেখা যেতে পারে।

আর রহমনুল্লাহ বাদ পড়ার কারণেই উইকেটকিপিং অপশন হিসাবে প্রভাব ফেলার মত পারফরম্যান্স না করেও একাদশে থাকবেন এন জগদীশন। কেকেআরের জার্সিতে খেলার জন্য বাংলাদেশি তারকা লিটন দাসের অপেক্ষা আরও বাড়তে চলেছে।

দিল্লি ক্যাপিটালস ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ:
জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীশন, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs dc kolkata knight riders predicted playing xi against delhi capitals rahmanullah gurbaz likely to make way for jason roy