scorecardresearch

কেকেআরের হার দেখে উচ্ছ্বাসের বিস্ফোরণ দাদার! বড় তুলনায় ঝড় তুললেন মহারাজ

কলকাতা হারতেই উচ্ছ্বাসে ভেসে গেলেন সৌরভ

কেকেআরের হার দেখে উচ্ছ্বাসের বিস্ফোরণ দাদার! বড় তুলনায় ঝড় তুললেন মহারাজ

নিজের প্ৰথম টেস্ট রান পাওয়ার মত অনুভূতি হচ্ছিল। দিল্লি-কলকাতা ম্যাচ শেষে এমনটাই জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টানা পাঁচটা হার। কেকেআর ম্যাচ হারলেই খাতায় কলমে প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়ে যেত দিল্লির। আর লো স্কোরিং থ্রিলারে টানটান ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের জয়কে সরাসরি প্ৰথম টেস্ট রান নেওয়ার সঙ্গে তুলনা করে বসলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর।

ম্যাচের শেষে সৌরভ বলে দেন, “অবশেষে জয় পেয়ে ভালো লাগছে। ডাগ আউটে বসে বারবার ২৫ বছর আগে নিজের প্ৰথম টেস্ট রান নেওয়ার কথা মনে পড়ছিল। আমরা আজ ভাগ্যবান ছিলাম।”

প্ৰথমে দিল্লি কলকাতাকে ১২৭ রানে বেঁধে রেখেছিল। সৌরভ দলের বোলারদের কৃতিত্ব দিয়ে বলছেন, “চলতি সিজনে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। তবে আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিং। নিজেদের ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমাদের-ই প্ল্যানিং করতে হবে। স্পিনাররা দারুণ বোলিং করল।”

সামান্য টার্গেট চেজ করতে গিয়েও একসময় হড়কে হারের দিকে চলে গিয়েছিল দিল্লি। ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার বাদে কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ওয়ার্নার হাফসেঞ্চুরি বাদ দিয়ে দিল্লির টপ অর্ডার কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে মহারাজ জানাচ্ছেন, “জানি আমরা মোটেই ভালো ব্যাটিং করতে পারছি না। আমাদের উন্নতির আরও সুযোগ খুঁজতে হবে। ছেলেদের সঙ্গে আমরাও পরিশ্রম করছি। ওঁদের ফর্মে ফেরাতে সাহায্য করব।”

“পৃথ্বী হোক, মণীশ বা মিচেল মার্শ হোক- ওঁরা সকলেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আইপিএলে বেশ কিছু সময় রয়েছে ওঁরা। আগামীকাল আমাদের ডে অফ। তারপর হায়দরাবাদ উড়ে যাব। আশা করি ওখানের উইকেট ব্যাটিং সহায়ক-ই হবে। যা সাধারণত হয়ে থাকে।”

পাঁচ ম্যাচ হারের পর কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরা দিল্লির পরের ম্যাচ সোমবার। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs dc sourav ganguly elated after delhi capitals first win compares with own first test run