টানা পাঁচ ছক্কা হজম করে জেতা ম্যাচ হারিয়ে দিয়েছেন।ইয়াশ দয়াল। রিঙ্কুর অবিশ্বাস্য। ব্যাটিংয়ে হার হজম করার পর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠেই হতাশায় ভেঙে পড়েন দয়াল। সতীর্থদের দেখা যায় তাঁকে স্বান্ত্বনা দিতে।
এমনকি ম্যাচের পর ইয়াশ দয়ালের পাশে দাঁড়িয়ে বার্তা দেয় কলকাতা নাইট রাইডার্স শিবির-ও। টুইটারে কেকেআর ইয়াশকে লেখে, "“মাথা উঁচু রাখো ছোকরা। স্রেফ একটা খারাপ দিন গেল। ক্রিকেটে সেরাদেরও এরকমটা ঘটে। ইয়াশ, তুমি একজন চ্যাম্পিয়ন। দারুণভাবে তুমি কামব্যাক করবে।"
কঠিন সময়ে ইয়াশের জন্য টুইটারে মুখ খুলেছেন রোহিত শর্মা-ও। লিখে দিয়েছেন, "আইপিএল হল দুর্ধর্ষ এক প্ল্যাটফর্ম যেখানে প্রতিভার সঙ্গে সুযোগের মেলবন্ধন ঘটে। অবিশ্বাস্য ইনিংস রিঙ্কু। ইয়াশের দুর্ভাগ্য। এখান থেকে ওকে শিখতে হবে।”
তবে আইপিএলে ধারাভাষ্য করতে থাকা রোহন গাভাসকার সমবেদনার কোনও ধার ধারেননি। সরাসরি ইয়াশকে তুলোধোনা করে ছেড়েছেন তিনি, "ম্যাচ বোলারদের হাতের মধ্যেই ছিল। তবে ও যাচ্ছেতাই একটা ওভার করে গেল। তবে রিঙ্কুর কথা বলতেই হবে। কী অসাধারণ ব্যাটিংটাই না ও করে গেল! গতকাল-ই আমরা বলাবলি করছিলাম, কোনও ব্যাটসম্যান যদি প্রত্যেক বল পিছু এক রান করে অথবা ১২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে, তাহলে আমরা সমালোচনা শুরু করে দিই। এখন একজন বোলার ৩১ রান খরচ করে বসল। আর সমস্ত কৃতিত্ব নিয়ে যাচ্ছে রিঙ্কু সিং। এই জন্যই বারবার বলি, বোলারদেরও সমালোচনা করা উচিত।"
চলতি সিজনে গুজরাটের হয়ে বল হাতে মোটেই সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না ইয়াশ। একটাও উইকেট তুলতে পারেননি তিনি। আগামী ম্যাচেও তাঁকে জায়গা দেওয়া হবে নাকি স্কোয়াডে থাকা শিবম মাভির সুযোগ জুটবে, সেটাই দেখার।