Advertisment

জয়ী একাদশেও বদল KKR-এর! বাদ বিদেশি সুপারস্টার, অভিষেকের পথে চমকে দেওয়া প্রতিভা

কেকেআর একাদশে বড়সড় বদল ঘটছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR

কেকেআর একাদশে বদল ঘটছে। ছবি: টুইটার।

প্ৰথম ম্যাচে পাঞ্জাবের কাছে বিধ্বস্ত হতে হয়েছিল কেকেআরকে। ইডেনে তারপর তিন বছর পর খেলতে নেমেই দারুণভাবে কামব্যাক করেছে নাইট বাহিনী। হেভিওয়েট আরসিবিকে ৮১ রানে উড়িয়ে দিয়েছে কেকেআর।

Advertisment

রবিবার ফের একবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামছে নীতিশ রানার ব্রিগেড। এবার সামনে অপ্রতিরোধ্য গুজরাট টাইটান্স। যাঁদের প্ৰথম দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে নিজেদের খেতাব ছিনিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ দেখাচ্ছে।

তবে কেকেআরের জয়ী একাদশেও বদল ঘটতে পারে রবিবার। জেসন রয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসানের পরিবর্ত হিসাবে। মাত্র একটা প্র্যাকটিস সেশন করেই নাইটরা ইংরেজ তারকা ওপেনারকে নামিয়ে দিতে পারে। প্ৰথম দুই ম্যাচেই ওপেনিং কম্বিনেশন রদবদল করেছিল কেকেআর। প্ৰথম ম্যাচে মনদীপ-রহমনুল্লাহ গুরবাজ এবং দ্বিতীয় ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার-গুরবাজ ওপেনিং কম্বিনেশন খেলিয়েছিল নাইট শিবির। তবে শনিবার আরও একবার বদলের পথে নাইটদের ওপেনিং জুটি। জেসন রয়ের সঙ্গে গুরবাজকে দেখা যেতে পারে শুরুতে। রহমনুল্লাহ গুরবাজ নিজের প্রতিভা ছাপ রেখেছেন প্ৰথম দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরিও করেন।

আরও পড়ুন: বারবার ঠিক-ই সুযোগ পেয়ে যায়, তবু IPL পারফরম্যান্স লবডঙ্কা! KKR তারকাকে ধুয়ে দিলেন গাভাসকার

জেসন রয়ের প্ৰথম একাদশে অন্তর্ভুক্তি ঘটলে বাদ পড়তে পারেন টিম সাউদি। কিউই তারকা প্ৰথম দু-ম্যাচে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন। গুরবাজ, সাউদি, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন- চার বিদেশির কোটা এভাবেই সাজাতে চলেছে কেকেআর।

সাউদির জায়গায় বোলিং লাইন আপে খেলানো হতে পারে বৈভব অরোরাকে। হিমাচল প্রদেশের এই পেসার গত সিজনে পাঞ্জাব কিংসের হয়ে কম সুযোগ পেয়েও মেলে ধরেছিলেন। তিনি এবার কেকেআর জার্সিতে আরও বেশি সুযোগ পেতে চলেছেন।

আগের ম্যাচের মতই ভেঙ্কটেশ আইয়ারকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আনা হতে পারে নজরকাড়া সুয়াশ শর্মা। তিনি নাইট জার্সিতে অভিষেকেই চমকে দিয়েছেন তিন উইকেট নিয়ে।

কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, জেসন রয়, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা

Read the full article in ENGLISH

IPL KKR Kolkata Knight Riders
Advertisment