টসে জিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল গুজরাট টাইটান্স। কেকেআর ম্যাচে নামার আগেই গতবারের চ্যাম্পিয়নরা জোর ধাক্কা খেল। অসুস্থ বোধ করায় নাইটদের ম্যাচে নামতে পারলেন না হার্দিক পান্ডিয়া।
হার্দিকের জায়গায় কেকেআর ম্যাচে নেতৃত্ব দেবেন আফগান সুপারস্টার রশিদ খান। গুজরাট একাদশে হার্দিকের জায়গায় নেওয়া হয়েছে বিজয়শঙ্করকে।
কেকেআরের আরসিবির বিরুদ্ধে জয়ী একাদশেও বদল ঘটেছে। নন-পারফর্মার দুই তারকা টিম সাউদি এবং মনদীপ সিংকে বসিয়ে নেওয়া হয়েছে লকি ফার্গুসন এবং এন জগদীশনকে।
জেসন রয় আগেই দলের সগে যোগ দিয়েছিলেন। ভাবা হয়েছিল জেসন রয়কে রেখেই হয়ত নাইটরা একাদশ গড়বে। তবে রয়কে তাড়াহুড়ো করে খেলাচ্ছে না কেকেআর। তবে বাকি দুই তারকাকে বাদ দিতে দ্বিধা করল না নাইট শিবির।
ব্যাট হাতে মনদীপ সিং শোচনীয়ভাবে ব্যর্থ প্ৰথম দুই ম্যাচে। পাঞ্জাবের বিপক্ষে ওপেন করতে নেমে মাত্র ২ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ডেভিড উইলির বলে রানের খাতা না খুলেই আউট হয়ে যান তিনি। মনদীপকে নিয়ে সুনীল গাভাসকার সরাসরি বলে দিয়েছেন, "প্রতি আইপিএলেই ও কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি ঠিক পেয়ে যায়। তবে ও কিন্তু কিছুই করতে পারে না।"
ভাবা হচ্ছিল মনদীপকে হয়ত আরও একটা সুযোগ দেওয়ার পথে হাঁটবে কেকেআর। তবে রবিবারের। মেগা ম্যাচে বাইরেই রাখা হয়েছে তারকাকে। অন্যদিকে টিম সাউদি বল হাতে পাওয়ার প্লে-তে সেভাবে আস্থা জোগাতে পারছিলেন না। তাই তাঁকে বসিয়ে অন্য কিউই তারকা ফার্গুসনকে নেওয়া হয়েছে একাদশে।
কেকেআর প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, এন জগদীশন, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব
গুজরাট টাইটান্স প্ৰথম একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, মহম্মদ শামি, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল
Follow live updates HERE