চলতি আইপিএলের প্ৰথম হ্যাটট্রিক এল রশিদ খানের ঘূর্ণিতে। কেকেআরের রান চেজ করার সময়ে ১৭তম ওভারে রশিদ পরপর তিন বলে ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং শার্দূল ঠাকুরকে।
সেই সময় ২ বলে মাত্র ১ রান করে ক্রিজে ব্যাট করছিলেন রাসেল। প্ৰথমে রশিদ খানের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে গুজরাট রিভিউ নিতেই দেখা যায় বল প্যাডে লাগার আগে ব্যাট স্পর্শ করেছিল। রাসেল ফেরার পরের বলেই রশিদের শিকার নারিন।
রশিদের গুগলি ধরতেই পারেননি নারিন। লেগ সাইডের গুগলি নারিন হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে সোজা জয়ন্ত যাদবের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। সেই ওভারের তৃতীয় বলেই রশিদ শার্দূল ঠাকুরের উইকেট নিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করে যান।
এই নিয়ে আইপিএলের ইতিহাসের চতুর্থতম বোলার হিসাবে রশিদ হ্যাটট্রিক করেন। এর আগে আইপিএলে হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে মাখায়া এনতিনি (২০০৮), প্রবীণ তাম্বে (২০১৪) এবং জুজবেন্দ্র চাহালের (২০২২)।
তবে রশিদ খানের দুর্ধর্ষ হ্যাটট্রিক সত্ত্বেও কেকেআর ম্যাচ জিতে যায় রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য হিটিংয়ে ভর করে। শেষ ওভারে নাইটদের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। টানা পাঁচটা ছক্কা হাঁকিয়ে অসম্ভব জয় এনে দেন রিঙ্কু।
তার আগে গুজরাটের হয়ে বিজয় শঙ্কর ব্যাট হাতে আগুন ঝড়ানো ইনিংসে ২০০ পার করিয়ে দেন দলকে। গুজরাট ২০ ওভারে ২০৪/৪ তোলে। শেষ দুই ওভারেই গুজরাট ৪৫ তুলে যায়। তবে তাতেও শেষ রক্ষা হল না।
Read the full article in ENGLISH