New Update
Advertisment
Playing XI tip-off for KKR vs LSG:
নজর কিপারদের দিকে: দুই দলের দুই উইকেটকিপার কুইন্টন ডিকক এবং রহমনুল্লাহ গুরবাজ দুজনেই হার্ডহিটার। নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণকে স্রেফ একা উড়িয়ে দিতে পারেন দুজনে।
ম্যাচ জেতাবে স্পিন: ইডেনে পিচ সামান্য হলেও স্পিনারদের সহায়ক হয়ে উঠেছে। এমন অবস্থায় কেকেআর স্পিন ত্রয়ী সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং সুয়াশ শর্মার ওপর অনেকটা নির্ভর করবে। গত বেশ কয়েকটা ম্যাচে নাইটদের স্পিনারদের স্পেল তফাৎ গড়ে দিয়েছে। অতীতেও লখনৌ ব্যাটারদের বিরুদ্ধে সফল হয়েছেন নারিন। ক্যারিবীয় স্পিনারের বিপক্ষে লখনৌয়ের টপ ফোর ব্যাটসম্যানদের মধ্যে মাত্র একজনের (দীপক হুডা) স্ট্রাইকরেট একশোর ওপর।
ফ্যাক্টর যখন বোলার রাসেল: আন্দ্রে রাসেল ডেথ ওভারে লখনৌয়ের বিপক্ষে ধারাবাহিকভাবে সফল। দীপক হুডা এবং মার্কাস স্টোইনিস বারবার রাসেলের বোলিংয়ে অস্বস্তিতে পড়েছেন।
আরও পড়ুন: ইডেনে KKR-এর গৃহযুদ্ধ নিয়ে মুখ খুললেন বস চন্দ্রকান্ত! লখনৌ ম্যাচের আগে আপডেট প্রকাশ্যে
উনাদকাটের পরিবর্ত: কাঁধে চোট পেয়ে বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন লখনৌ তারকা জয়দেব উনাদকাট। সিজনের বাকি সময়ের জন্য পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে সূর্যাংশ শ্রেগড়েকে।
KKR vs LSG Pitch Report: টিপিক্যাল কেকেআরের সারফেস পাওয়ার প্লে এবং ডেথ ওভারে ব্যাটসম্যানরা কর্তৃত্ব করতে পারবে। মিডল ওভারে বোলাররা ফিরে আসার সুযোগ পাবে।
KKR vs LSG Predicted XI:
কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ: রহমনুল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা
লখনৌ সুপার জায়ান্টস সম্ভাব্য প্ৰথম একাদশ: কুইন্টন ডিকক, কাইল মায়ের্স, দীপক হুডা, প্রেরক মানকাড, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, নভিন উল হক, রবি বিশ্নোই, স্বপ্নিল সিং
ইমপ্যাক্ট প্লেয়ার: মহসিন খান
Read the full article in ENGLISH