আইপিএলের লিগ স্টেজ এখন চূড়ান্ত পর্যায়ে। তবে চার প্লে অফের দল এখনও নির্ধারিত হয়নি। গুজরাট টাইটান্স একমাত্র দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে। কোয়ালিফায়ার খেলাও নিশ্চিত হার্দিকদের। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দুই দলই প্লে অফ সীমানার বাইরে চলে গিয়েছে। শুক্রবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে পাঞ্জাব কিংসেরও বিদায় ঘটে গিয়েছে।
শনি এবং রবিবার ডাবল হেডার খেলা হবে। এই চার ম্যাচেই চূড়ান্ত হয়ে যাবে বাকি কোন তিন দল প্লে অফের চৌকাঠে পৌঁছবে। শনিবার ইডেনে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং লখনৌ। অন্যদিকে, চেন্নাই শেষ ম্যাচে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
আরও পড়ুন: ইডেনে KKR-এর গৃহযুদ্ধ নিয়ে মুখ খুললেন বস চন্দ্রকান্ত! লখনৌ ম্যাচের আগে আপডেট প্রকাশ্যে
চেন্নাই এবং লখনৌ জিতলে কী হবে?
শনিবার চেন্নাই যদি দিল্লিকে হারায় এবং ইডেনে কেকেআরকে যদি পরাস্ত করে লখনৌ। তাহলে কোনও 'কিন্তু' ছাড়াই সরাসরি প্লে অফে পৌঁছে যাবে ধোনি এবং ক্রুনাল পান্ডিয়ার দল। দুই দলই বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে রয়েছে। জয়ের সঙ্গেই ১৭ পয়েন্ট অর্জন করে ফেলবে চেন্নাই এবং লখনৌ। সেক্ষেত্রে প্লে অফে মোট তিন দল চূড়ান্ত হয়ে যাবে শনিবারই। এমন অবস্থায় চতুর্থ দল হিসেবে লড়াইয়ে থাকবে রাজস্থান রয়্যালস, আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্স। তিন দলই ১৪ পয়েন্ট অর্জন করেছে। তবে মুম্বই এবং আরসিবি ১৬ পয়েন্টে পৌঁছতে পারে শেষ ম্যাচ জিতে।
চেন্নাই হারলে কী হবে?
চেন্নাই যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেও যায়, তাহলেও প্লে অফে পৌঁছনোর সম্ভবনা থাকবে ধোনিদের। তবে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে সিএসকেকে। তখন ধোনিরা চাইবে আরসিবি এবং মুম্বই যেন কমপক্ষে একটা করে ম্যাচ হারে। এমন অবস্থায় হেরো দল ১৪ পয়েন্ট নিয়ে বাইরে চলে যাবে। ১৫ পয়েন্ট নিয়েই প্লে অফের দরজা দিয়ে ঢুকে যাবে সিএসকে। লখনৌ হারলেও একই অবস্থা হবে। তখন নেট রানরেটের লড়াই বিবেচ্য হবে।
আরও পড়ুন: কলকাতার হয়ে মেগা যুদ্ধে শনিবার ফারাক গড়বেন ৪ বিদেশিই! কেমন হচ্ছে KKR প্ৰথম একাদশ
কেকেআরের বিপক্ষে লখনৌ হারলে কী হবে?
কলকাতার কাছে যদি লখনৌ শেষ ম্যাচে হেরে যায়, তাহলে ক্রুনাল পান্ডিয়াদের আশা শেষ হবে না। তখন ক্রুনালদের প্রত্যাশা থাকবে আরসিবি এবং মুম্বই যেন একটা ম্যাচে অন্তত হারে। টপ ফোরে পৌঁছনোর জন্য লখনৌয়ের রানরেটও উন্নত করতে হবে। তবে কেকেআরকে হারালেই লখনৌ কোয়ালিফায়ার খেলার সুযোগ অনেকটাই পাকা করে ফেলবে। তবে সেক্ষেত্রে নাইটদের হারানো আবশ্যক। মুম্বই, আরসিবিকে প্লে অফে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হবে।
কলকাতায় বৃষ্টির সম্ভবনা রয়েছে শনিবার। কোনও কারণে ম্যাচ যদি বাতিল হয়ে যায়। তাহলে এক পয়েন্ট পাবে কেকেআর এবং লখনৌ। নাইটদের পয়েন্ট দাঁড়াবে ১৩-এ। লখনৌ ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। ১৩ পয়েন্ট নিয়ে কোনওভাবেই প্লে অফে পৌঁছতে পারবে না কেকেআর। শনিবার-ই সেক্ষেত্রে কেকেআরের আইপিএল অভিযান খতম হয়ে যাবে।
মুম্বই এবং আরসিবি হেরে গেলে কী হবে?
মুম্বই এবং আরসিবি শেষ ম্যাচে হেরে গেলে আশা বাড়বে কেকেআরের। তবে তার আগে কেকেআরকে লখনৌকে হারাতে হবে। ১৪ পয়েন্ট অর্জনকারী দলও তখন প্লে অফের পৌঁছতে পারবে। রাজস্থানও এই মুহূর্তে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। মুম্বই, আরসিবি, কেকেআর এবং রাজস্থানের মধ্যে ১৪ পয়েন্টে লড়াই হলে এগিয়ে থাকবেন কোহলিরা। নেট রানরেটের কারণে। কেকেআরের রানরেট এই দলগুলির মধ্যে সবথেকে খারাপ জায়গায়। আরসিবি চতুর্থ স্থানে, রাজস্থান এবং মুম্বই তখন যথাক্রমে পাঁচ এবং ছয়ে এবং নাইট রাইডার্স ফিনিশ করবে সপ্তম পজিশনে।
Read the full article in HINDI