scorecardresearch

পুরোনো হিসেব মেটানো বাকি রয়েছে! স্বদেশীয় নভিনকে বিরাট হুঙ্কার নাইটদের গুরবাজের

আইপিএল ঝলসে দিতে ইডেনে মুখোমুখি হচ্ছেন দুই আফগান তারকা

পুরোনো হিসেব মেটানো বাকি রয়েছে! স্বদেশীয় নভিনকে বিরাট হুঙ্কার নাইটদের গুরবাজের

শনিবার আইপিএলের মেগা দ্বৈরথে কেকেআরের মোকাবিলা করতে নামছে লখনৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচে স্বদেশীয় নভিন উল হকের সঙ্গে পুরোনো হিসেব মেটাতে চান। এমনটাই জানিয়ে দিলেন কেকেআরের রহমনুল্লাহ গুরবাজ।

অনুশীলন ম্যাচে রহমনুল্লাহকে বারবার আউট করে নাকি উত্যক্ত করেন নভিন উল হক। এবার আইপিএলের মেগা মঞ্চে তার পাল্টা দিতে চান রহমনুল্লাহ।

কেকেআরের নাইট ক্লাবের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে গুরবাজকে বলতে শোনা যাচ্ছে, “অনুশীলন ম্যাচে প্রত্যেকবার ও আমাকে আউট করে। তারপরেই ও বলতে থাকে, ‘কিরে তোকে তো আউট করে দিলাম!’ সত্যিকারের ম্যাচে ওঁকে এবার বোঝাতে চাই। বলছেন নভিনের বলে ছক্কার পর ছক্কা হাঁকাতে চান।

গুরবাজ বলছেন, “এর আগে একবার টি১০ ম্যাচে ওঁর মুখোমুখি হয়েছিলাম। বেশ কয়েকটা বাউন্ডারি হাঁকাই। এবার আসা করছি কয়েকটা ওভার বাউন্ডারি হাঁকাতে পারব।” ১০ ম্যাচে এবার গুরবাজ ২১৭ রান করেছেন। অন্যদিকে, পারফরম্যান্স নয়, নভিন চলতি আইপিএলের শিরোনামে উঠে এসেছিলেন গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে কোহলিকে পাল্টা দেওয়ায়। সিজনে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন। মুম্বই ম্যাচেই নভিন লখনৌ দলে প্রত্যাবর্তন করেছিলেন। তবে ৪ ওভার বল করে ৩৭ রান খরচ করে একটিও উইকেট তুলতে পারেননি।

গুরবাজ অবশ্য স্বদেশীয় পেসারকে প্রশংসা করতে ভুলছেন না। বলছেন, “টি২০-তে ও অন্যতম সেরা বোলার। স্মার্ট তো বটেই সেইসঙ্গে বেশ চতুর বোলার।”

আরও পড়ুন: KKR সমর্থকদের মধ্যে ভাঙন ধরাতে মস্ত বড় চাল গোয়েঙ্কাদের! অস্ত্র এবার মোহনবাগান

১৩ ম্যাচে ১৫ পয়েন্টে রয়েছে লখনৌ। কেকেআর ম্যাচে জিতলেই প্লে অফ পাকা করে ফেলবেন ক্রুনাল পান্ডিয়ারা। অন্যদিকে, কেকেআর কার্যত ছিটকেই গিয়েছে, তবে অংকের বিচারে সামান্য হলেও প্লে অফের সম্ভবনা টিকে রয়েছে। গুরবাজ বলছেন, “লখনৌ এই মুহূর্তে মোমেন্টাম পেয়ে গিয়েছে। দারুণ দল ওঁরা। তবে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা চলতি সিজনে বেশ কয়েকটা ম্যাচ অল্প ব্যবধানে পরাস্ত হয়েছি। ভাগ্যের সহায়তা পাইনি আমরা। তবে শেষ ম্যাচে ভালো রানরেট সমেত জেতার চেষ্টা করব আমরা। আশা করি সবকিছুই আমাদের পক্ষে যাবে।”

সমর্থকদের উদ্দেশ্যে গুরবাজের বার্তা, “আমরা যদি প্লে অফে পৌঁছতে না পারি, তাহলে প্লিজ হতাশ হয়ো না। আমরা সেরাটা দিয়েছি। পরের সিজনে প্লে অফে পৌঁছবই। আমাদের ওপর স্রেফ বিশ্বাস রাখো তোমরা।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs lsg kolkata knight riders rahmanullah gurbaz wants to settle score against countryman naveen ul haq