Advertisment

KKR সমর্থকদের মধ্যে ভাঙন ধরাতে মস্ত বড় চাল গোয়েঙ্কাদের! অস্ত্র এবার মোহনবাগান

কেকেআর নয়, কলকাতার সমর্থন পাবেন, আশাবাদী গোয়েঙ্কারা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মোহনবাগান সুপার জায়ান্টসের মালিক তিনি। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মালিকানা পেয়েছেন বছর দুয়েক আগে। মালিক সঞ্জীব গোয়েঙ্কার শহরে এবার খেলতে নামছে লখনৌ সুপার জায়ান্টস। আর কলকাতার অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি কেকেআরের সমর্থককুলে ফাটল ধরানোর উদ্দেশ্যে নয়া চাল সঞ্জীব গোয়েঙ্কার। শনিবার হেভিওয়েট ম্যাচে খেলতে নামার ৪৮ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে গোয়েঙ্কা-সাব জানিয়ে দিলেন, মোহনবাগানের মিথ হয়ে যাওয়া সবুজ-মেরুন জার্সিতে খেলতে নামবে লখনৌ দল।

Advertisment

লখনৌ দলের মালিক শাশ্বত গোয়েঙ্কা জানিয়ে দিলেন, "মোহনবাগান স্রেফ একটা প্রতিষ্ঠান নয়। আদতে একটা ইমোশন। এই ক্লাব শহরের ঐতিহ্য বহন করে। এই ঘটনা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি শনিবার কেকেআরের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সিতে খেলতে নামবে লখনৌ। এভাবে আমরা শহর কলকাতা এবং মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান জানাতে চাই।"

শনিবারের ম্যাচ দুই দলের কাছেই মরণ-বাঁচন। যে দল।জিতবে সেই দলই কার্যত প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে। এমন ডু অর ডাই ম্যাচে কলকাতা বাসীকে লখনৌ দলকে সমর্থনের আহ্বান জানানো হল। শাশ্বত গোয়েঙ্কা সেই ইঙ্গিত দিয়ে বলছেন, "শুধু মোহনবাগান সমর্থকরাই নয়, আশা করি কলকাতাবাসীর পূর্ণ সমর্থন আমাদের দিকে থাকবে। আমাদের কাছে কলকাতাই ঘর। যত বেশি সম্ভব শহরের তরফ থেকে সমর্থন প্রত্যাশা করছি।"

আরও পড়ুন: পুরোনো হিসেব মেটানো বাকি রয়েছে! স্বদেশীয় নভিনকে বিরাট হুঙ্কার নাইটদের গুরবাজের

আরপিএসজি হাউসে লখনৌয়ের স্ট্যান্ড ইন অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া এবং উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরানের উপস্থিতিতে এই ঘোষণা করে আরপিএসজি কর্তৃপক্ষ। কেএল রাহুল চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর অস্থায়ী অধিনায়ক করা হয়েছে ক্রুনালকে। তিনি জানাচ্ছেন, মোহনবাগানের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

"আমরা আইএসএল ট্রফি জিতেছি এই বছরে। আমি অবহিত রয়েছি। দলের বিষয়েও খোঁজখবর রাখি। ওঁদের একটা ম্যাচ দেখার প্রতীক্ষায় রয়েছি। অবশ্যই আমরা একশো শতাংশ সমর্থন পাব। মাঠে সমর্থন পেলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে আর্জি শনিবার মাঠে এসে আমাদের সমর্থন করুন। আশা করি কেকেআরের বিপক্ষে আমরা ভালো খেলব।"

২৪ ঘন্টা আগেই আরপিএসজি কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, এটিকে মোহনবাগান আর নয়। ১ জুন থেকে ফুটবল দলের নতুন পরিচিতি মোহনবাগান সুপার জায়ান্টস নামে।

Read the full article in ENGLISH

IPL atk-mohun-bagan LSG Mohunbagan Lucknow Super Giants ATK Mohun Bagan Kolkata Knight Riders KKR
Advertisment