scorecardresearch

বাগান সমর্থকদের সঙ্গে চরম দুর্ব্যবহার KKR-এর! শাহরুখদের আর সমর্থন নয়, বলছেন ক্ষুব্ধ মেরিনার্সরা

ইডেনে এবার কেকেআরের সঙ্গে লেগে গেল মোহনবাগান সমর্থকদের

বাগান সমর্থকদের সঙ্গে চরম দুর্ব্যবহার KKR-এর! শাহরুখদের আর সমর্থন নয়, বলছেন ক্ষুব্ধ মেরিনার্সরা

সঞ্জীব গোয়েঙ্কার জন্যই মোহন জনতার একাংশ লখনৌকে সমর্থন করতে ছুটে গিয়েছিলেন ইডেনে। তবে এরকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেননি সবুজ-মেরুন সমর্থকরা। মোহনবাগানের লোগো, টি-শার্ট সম্বলিত সমর্থকদের মাঠেই ঢুকতে বাধা দেওয়া হল কেকেআরের নিরাপত্তাকর্মীদের তরফে।

ম্যাচের আগেই লখনৌ সুপার জায়ান্টসের মালিক আরপিএসজি গ্রুপ জানিয়েছিল, মোহনবাগানকে সম্মান জানানোর জন্যই শনিবার কেকেআরের বিপক্ষে লখনৌ সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে। এমন ঘোষণায় আপ্লুত হয়ে বাগানের এক ফ্যান ক্লাব ময়দানের সবুজ-মেরুন তাঁবু থেকে ইডেন পর্যন্ত মিছিল করতে করতে আসে। মোহনবাগানের নামে জয়ধ্বনিও দেওয়া হয়। কিন্তু সেই মোহনবাগান সমর্থকদের অভিযোগ বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়।

লখনৌয়ের সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগানকে সম্মান জানানোর সিদ্ধান্তকে আগেই স্বাগত জানিয়েছিলেন মেরিনার্সরা। সমর্থকরা বলতে থাকেন, লখনৌয়ের তরফে দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মোহনবাগানের প্রতি ওঁদের শ্রদ্ধা এবং সম্মান প্রকাশিত হয়। তবে মোহনবাগান সমর্থকদের নিয়ে ম্যাচের আগেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, পুলিশ আপত্তি না জানালেও মোহনবাগান সমর্থকদের হেনস্থা করতে থাকেন কেকেআরের নিজস্ব নিরাপত্তাকর্মীরা। সমর্থকরা জানাচ্ছেন, ইডেন গার্ডেন্সে ৯ এবং ১৩ নম্বর গেটের বাইরে ম্যাচে প্রবেশের মুখেই তাঁদের আটকে দিয়ে জানানো হয়, মাঠে মোহনবাগানের লোগো, জার্সি নিষিদ্ধ। অনেকেই জার্সি বদলে, কেউ কেউ আবার মোহনবাগানের জার্সির ওপর অন্য টিশার্ট চাপিয়ে মাঠে প্রবেশের অনুমতি পান।

মোহনবাগানের ফ্যান পেজ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “আমাদের শহরের ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে লজ্জাজনক ব্যবহারের শিকার হলাম। মোহনবাগানকে সমর্থন করার জন্য আমরা বাগান তাঁবু থেকে ফ্লেক্স, টিফো, ব্যানার, টি-শার্ট নিয়ে মিছিল করে হাজির হই ইডেনে। পুলিশ কর্তৃপক্ষের তরফে কোনও আপত্তি করা হয়নি। তবে কেকেআরের নিজস্ব কর্মীরা আমাদের বাধা দেয়। মোহনবাগান সম্পর্কিত কোনওকিছুই নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হল না। অনেক তর্কবিতর্কের পরেও যুক্তিগ্রাহ্য কোনও সমাধান মেলেনি। এতে আমার সমস্ত কিছু মাঠের বাইরে রেখে প্রবেশ করতে হয়। কেকেআর-কে সমর্থন করার আগে এবার বাগান সমর্থকরা দু-বার ভাববে।”

সঞ্জীব গোয়েঙ্কা বর্তমানে বাগান সমর্থকদের হার্টথ্রব। আইএসএল জেতার মঞ্চেই তিনি ঘোষণা করেছিলেন বাগান সমর্থকদের দাবিতে মান্যতা দিয়ে তিনি মোহনবাগান ক্লাবের নামের সঙ্গে এটিকে শব্দ তুলে নিচ্ছেন। ক্লাবের নতুন পরিচিতি হবে মোহনবাগান সুপার জায়ান্টস। একদিন আগেই আরপিএসজি গ্রুপ।থেকে জানানো হয়, ১ জুন থেকেই সরকারিভাবে ক্লাবের নাম বদলে যাবে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs lsg mohun bagan supporters denied entry by kolkata knight riders personnel