scorecardresearch

ওয়াংখেড়েতে কুকীর্তি সুহানার! KKR বনাম মুম্বই ম্যাচের ভিডিও ফাঁস হতেই ঝড় IPL-এ, দেখুন

ওয়াংখেড়েতে একী কাণ্ড সুহানার, দেখুন ভিডিও

ওয়াংখেড়েতে কুকীর্তি সুহানার! KKR বনাম মুম্বই ম্যাচের ভিডিও ফাঁস হতেই ঝড় IPL-এ, দেখুন

ওয়াংখেড়েতে ব্লকবাস্টার থ্রিলার ছিল রবিবার। উড়ন্ত কেকেআরকে মাটিতে নামিয়ে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ভেঙ্কটেশ আইয়ারের দুর্ধর্ষ শতরানও কাজে আসেনি। ফর্মে ফেরা ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবের ব্যাটিং তান্ডবে কার্যত মুখ থুবড়ে পড়েছেন লকি ফার্গুসন, সুনীল নারিনদের আক্রমণ।

সেই ম্যাচেই এবার অন্য কারণে শিরোনামে উঠে এলেন শাহরুখ খান তনয়া সুহানা খান। মাঠে কেকেআর বনাম মুম্বই। আর মাঠের বাইরের ট্যাগলাইন হয়ে দাঁড়িয়েছিল সুহানা খান বনাম সারা তেন্ডুলকর। শাহরুখ কন্যা সুহানা এবং শচীন কন্যা সারা হাজির ছিলেন ওয়াংখেড়েতে। ভরপুর স্টেডিয়ামে অভিষেক ঘটতে দেখা গেল শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরেরও।

তবে নেতিবাচক কারণেই সুহানা এবার হেডলাইন হয়ে উঠলেন। কেকেআরকে সমর্থন করতে হাজির হয়েছিলেন সুহানা। তবে নেটিজেনরা সমালোচনায় ভাসিয়ে দিলেন সুহানাকে তাঁর কীর্তির জন্য। মুম্বইয়ের হয়ে দুর্ধর্ষ খেলা ঈশান কিষান হাফসেঞ্চুরি করার পর আউট হয়ে যান। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করা ঈশান আউট হওয়ার পরেই নাকি সুহানা অশ্লীল গালাগালি করে বসেন। সেই সময়ে ভিআইপি স্ট্যান্ডে সুহানার সঙ্গেই ছিলেন তাঁর ভাই আব্রাম। স্ন্যাকস খেতে খেতেই এই কীর্তি করে বসেন বলে অভিযোগ উঠেছে।

Did Suhana just say F##k Off to Ishan Kishan in todays match
by u/quizzardofozz in BollyBlindsNGossip

অন্তত ভাইরাল হওয়া এক ভিডিওয় সুহানার অঙ্গভঙ্গি এবং ঠোঁটের নড়াচড়া দেখে এমনটাই ধারণা করেছেন নেটিজেনরা। অনেকেই তাঁর সমালোচনায় সরব হয়েছেন। একজন দায়িত্বশীল সেলেব হয়ে কীভাবে তিনি এমন কাণ্ড করলেন, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকে আবার সুহানার পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য উত্তেজনার মুহূর্তে অনেকেই আমরা ‘এফ’ শব্দ ব্যবহার করে থাকি।

সুহানা খান রুপোলি জগতে পা রাখছেন নেটফ্লিক্স সিনেমা আর্চিস-এর মাধ্যমে।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs mi kolkata knight riders owner shah rukh khan daughter suhana khan uses abusive word at wankhede