Advertisment

KKR জার্সিতে রবিবার-ই কি লিটনের অভিষেক, মুম্বইয়ের বিপক্ষে কেমন দল সাজাচ্ছে নাইট রাইডার্স

রবিবার কেমন দল সাজাতে চলেছে কেকেআর

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

IPL 2023, Mumbai Indians vs Kolkata Knight Riders Live Telecast: ওয়াংখেড়েতে রবিবার মুখোমুখি হচ্ছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স। আর ফর্ম হারানো মুম্বই ইন্ডিয়ান্স-এর কাছে চ্যালেঞ্জ হতে চলেছে দুরন্ত ছন্দে থাকা কেকেআরকে সামলানো।

Advertisment

শেষ ম্যাচে কেকেআর জোড়া জয়ের পর সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে হার হজম করেছে ঘরের মাঠে। অন্যদিকে, আগের ম্যাচে মুম্বই টানা হারের খরা কাটিয়ে প্ৰথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। দিল্লির বিরুদ্ধে জয় পেলেও কেকেআর ম্যাচে চাপ নিয়েই মাঠে নামবেন রোহিত শর্মারা। চলতি আইপিএলে মোটেই ছন্দে দেখাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নদের।

কেকেআর অন্যদিকে, চার ম্যাচে দুটো করে জয়, পরাজয় বরণ করেছে। পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা নাইটদের নেট রানরেটও যথেষ্ট ভাল (০.৭১১)। নবম স্থানে থাকা মুম্বইয়ের নেট রানরেট -০.৮৭৯।

MI vs KKR ম্যাচ কখন খেলা হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স
(Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচ হবে এপ্রিলের ১৬ তারিখে রবিবার।

MI vs KKR ম্যাচ কোথায় খেলা হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে।

MI vs KKR ম্যাচ কখন শুরু হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচ রবিবার দুপুর ৩.৩০-এ হবে। টস হবে তিনটার সময়।

MI vs KKR ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচ ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ দেখা যাবে।

MI vs KKR ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে উপভোগ করা যাবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders) ম্যাচ জিও সিনেমা (Jio Cinema) প্ল্যাটফর্ম-এ উপভোগ করা যাবে।

সম্ভাব্য একাদশ: কেকেআর সম্ভবত আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখতে চলেছে। কোচ চন্দ্রকান্ত পন্ডিত খুব বেশি অদল বদলে বিশ্বাসী নন। আন্দ্রে রাসেল ফর্মে নেই। ফিটনেস সমস্যাতেও ভুগছেন তিনি। হায়দরাবাদ ম্যাচে প্ৰথমবার বল করলেও নিজের পুরো কোটা সমাপ্ত করতে পারেননি। ব্যাট হাতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন তিনি। জেসন রয়, লিটন দাসের মত তারকারা বাইরে রয়েছেন। তবে আন্দ্রে রাসেলকে কেকেআর টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ব্যাক করছে। আরও তাঁকে সুযোগ দেওয়ার পক্ষপাতী দল।

ওপেনিংয়ে রহমনুল্লাহ গুরবাজকে বসালে জেসন রয় অথবা লিটন দাসের মধ্যে একজনের অন্তর্ভুক্তি ঘটতে পারে। জেসন রয় খেললে উইকেটকিপিংয়ের দায়িত্ব বর্তাবে জগদীশনের ওপর।

কেকেআর সম্ভাব্য একাদশ:
রহমনুল্লাহ গুরবাজ/লিটন দাস/জেসন রয়, এন জগদীশন, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, হৃতিক সোকিন, আর্শাদ খান, জেসন বেহরনডর্ফ, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার

Mumbai Indians KKR Kolkata Knight Riders IPL
Advertisment