রবিবার দুপুরে কেকেআর নামছে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। সেই ম্যাচে খেলতে নামার আগেই সুসংবাদ কেকেআর শিবিরে। জোফ্রা আর্চারকে ছাড়াই হয়ত খেলতে নামবে মুম্বই। এপ্রিলের ২ তারিখে আরসিবির বিপক্ষে মুম্বইয়ের হয়ে প্ৰথম দুই ম্যাচে নেমেছিলেন আর্চার। তারপর শেষ দুই ম্যাচে নামতে পারেননি তিনি। কনুইয়ের চোট ছিটকে দিয়েছে তাঁকে।
আর্চারকে না পাওয়া মুম্বইয়ের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। এমনিতেই জসপ্রীত বুমরা খেলতে পারছেন না। তার ওপর আর্চারের চোট বিপদে ফেলে দিয়েছে রোহিত শর্মাদের। প্রথম তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে মুম্বই।
শনিবার ম্যাচের আগে প্রেস কনফারেন্স-এ মুম্বই ব্যাটার টিম ডেভিড বলে দিয়েছেন, "এই মুহূর্তে জফের (আর্চার) কন্ডিশন খতিয়ে দেখছে চিকিৎসক দল। তাঁদের মধ্যে কী কথাবার্তা হয়েছে, সেই বিষয়ে আমি অবগত নই। যখনই ও ফিট হয়ে উঠবে, তখনই ওঁকে পাওয়া যাবে।
শনিবার ওয়াংখেড়েতে হালকা অনুশীলন করলেন স্পিডস্টার। পরে ব্যাট হাতেও নেটে নামতে দেখা গেল তাঁকে। বড় শট-ও নিলেন আর্চার।
এর মধ্যেই রিঙ্কু সিংকে প্রশংসায় ভাসিয়ে দিলেন টিম ডেভিড। জানালেন, রিঙ্কু সিংয়ের মত ব্যাটারদের বিপক্ষে কোনও প্ল্যান নিয়ে বল করা মুশকিল। টি২০-র ইতিহাসে সেরার সেরা ফিনিশিংয়ের নিদর্শন ঘটিয়ে রিঙ্কু টানা পাঁচ ছক্কায় অবিশ্বাস্য রান চেজ করে দিয়েছিলেন। এমনকি শুক্রবার হায়দরাবাদের বিপক্ষেও রিঙ্কু চারটে করে ছক্কা, বাউন্ডারি হাঁকিয়ে ৩১ বলে ৫৮ অপরাজিত থেকে দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। যদিও এবার আর শেষরক্ষা হয়নি।
"কেকেআরের দলে বেশ কয়েকজন বিপজ্জনক ব্যাটসম্যান রয়েছে। আমাদের বোলাররা যদি ওঁদের সাততাড়াতাড়ি ফেরাতে পারে, তাহলে দারুণ হবে। তবে ওঁদের বিপক্ষে নির্দিষ্ট কিছু প্ল্যান ধরে এগোনো মুশকিল। আমরা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই। যদি সেটা করতে পারি, তাহলে আমরাই জিতব।" বলে দিয়েছেন ডেভিড।
আইপিএলে কেকেআরের বিপক্ষে মুম্বইয়ের রেকর্ড বরাবর ভালো। ওয়াংখেড়েতে নয় ম্যাচের আটটিতেই জিতেছে মুম্বই। তবে এসব পরিসংখ্যান নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাইছেন না অজি ব্যাটার। বলছেন, "আমি জানি না কটা এরকম ম্যাচে অংশ নিয়েছি। তাই এই বিষয়ে মন্তব্য করা কঠিন। তবে এটা আমাদের হোম গ্রাউন্ড। আর ঘরের মাঠে আমরাই সমর্থন বেশি পাব। এই মাঠকে আমাদের দূর্গ বানিয়ে ফেলতে হবে। আমরা সব ম্যাচ জেতার জন্য খেলতে নামছি।"
Read the full article in ENGLISH