ইতিহাস গড়ে ফেললেন অর্জুন তেন্ডুলকার। আইপিএল ইতিহাসে প্ৰথমবার পিতা-পুত্র দুজনেই খেলার কীর্তি অর্জন করে ফেললেন শচীন-অর্জুন। কেকেআর ম্যাচে টসের সময়ই জানা যায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রবিবার।
অর্জুনের আইপিএল অভিষেক ঘটল আইকনিক সেই ভেন্যুতে যেখানে তাঁর পিতা শেষবারের মত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।
বেশ কয়েকবছর ধরেই মুম্বই স্কোয়াডে ছিলেন অর্জুন। প্ৰথমে নেট বোলার হিসাবে যুক্ত ছিলেন। তারপর মুম্বই দু-বার পরপর আইপিএল নিলাম থেকে বেস প্রাইসে ২০ লক্ষ টাকায় কিনে নেয় অর্জুনকে।
আরও বেশি ম্যাচ টাইম পাওয়ার আশায় অর্জুন গত সিজনে মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছেন। তার আগে অর্জুন মুম্বইয়ের রঞ্জি স্কোয়াডেও অন্তর্ভুক্ত হয়েছিলেন।
ম্যাচে কেকেআর ইনিংসের প্ৰথম ওভারেই বোলিং করেন অর্জুন। যাইহোক, অর্জুনের আইপিএল অভিষেক দেখে চুপ থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংয়ের মত প্রাক্তনীরা।
সৌরভ টুইটারে লিখে দেন, "অর্জুনের মুম্বইয়ের হয়ে খেলতে দেখে দারুণ লাগছে। চ্যাম্পিয়ন পিতা নিশ্চয় গর্বিত। ওঁর জন্য শুভেচ্ছা রইল।" হরভজন সিং আবার লিখলেন, "অনেক শুভেচ্ছা অর্জুন তেন্ডুলকর। পাজি,গোটা পরিবার এমনকি আমাদের জন্য কী দারুণ খবর। ওঁকে দেখেছি মুম্বইয়ের জার্সি পরার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে। আরও এগিয়ে যাও অর্জুন।"
রোহিত শর্মা রবিবার খেলতে নামেননি পেটের সংক্রমণের কারণে। তাঁর জায়গাতেই অভিষেক ঘটল অর্জুনের। রোহিতের অনুপস্থিতিতে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।
যাইহোক, নয়টি টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে অর্জুনের। ১২ উইকেট পেয়েছেন শচীন-পুত্র। আরসিবি এবং সিএসকের কাছে পরপর হারের পর মুম্বই আগের ম্যাচে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। রবিবার খেলতে নামার আগে কেকেআর আবার জোড়া জয়ের পর হার হজম করেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে।