/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/kohli-shah-rukh.jpg)
শাহরুখ খানের সামনে কেকেআর ৮১ রানে বিধ্বস্ত করল আরসিবিকে। ইডেনে প্রত্যাবর্তনেই কেকেআর চলতি সিজনের প্ৰথম জয় পেল। আর ম্যাচের পরেই দর্শকদের পয়সা উসুল। শাহরুখ খান স্বয়ং কোহলিকে নিজের পাঠান সিনেমার 'ঝুমে যো পাঠান' গানের ফুটস্টেপ শেখালেন।
ম্যাচের শেষে কিং খানের আলিঙ্গন বরাদ্দ থাকল বিরাট কোহলির জন্য। তারপরেই 'ঝুমে যো পাঠান' শিক্ষা। চলতি বছরের শুরুর দিকে বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীন কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে দেখা গিয়েছিল পাঠান সিনেমার গানে কোমড় দোলাতে। তারপরে স্বয়ং প্রশংসা ভেসে এসেছিল বাজিগরের কাছ থেকে। বলে দিয়েছিলেন, দুই তারকা তাঁর থেকে ভালো নাচছেন। টুইটারে কিং খান লিখেছিলেন, "আমার থেকেও ওঁরা ভালো করছে। ওঁদের থেকে শিখতে হবে।"
আরও পড়ুন: রিঙ্কুর কাছে বড়সড় অনুরোধ শাহরুখের, 'না' করতে পারলেন না KKR তারকা, দেখুন ভিডিও
#ShahRukhKhan & #ViratKohli dance on #JhoomeJoPathaan 💜🔥#KKRvRCBpic.twitter.com/Saic8g4SLk
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) April 6, 2023
যাইহোক, ইডেনে কেকেআরের ঘূর্ণির কোনও জবাব-ই ছিল না আরসিবির কাছে। বরুণ চক্রবর্তী (৪/১৫), সুয়াশ শর্মা (৩/৩০) এবং সুনীল নারিন (২/১৬) প্রতিপক্ষের নয় উইকেটই দখল করেন।
Say some words Pathaan dance pic.twitter.com/n4OPXOEKjA
— Asif SRK soldier (Die hard fan) (@Asifsrksoldier) February 14, 2023
ঘূর্ণির মোচড়ের আগে ইডেন শার্দূলের ব্যাটিং তান্ডব দেখেছিল। ৮৯/৫ থেকে শার্দূলের ব্যাট কেকেআরকে ২০৪/৭-এ পৌঁছে দেয়। তারকা অলরাউন্ডার ২৯ বলেন ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান। জবাবে আরসিবি ১৭.৪ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায়।
Read the full article in ENGLISH