RCB ম্যাচের আগে একটাও টি২০ খেলেননি! নতুন রহস্য স্পিনার সুয়াশকে নিয়ে চরম ফাটকায় বাজিমাত নাইটদের

অভিষেকেই নজর কেড়ে নিলেন কেকেআরের সুয়াশ শর্মা

অভিষেকেই নজর কেড়ে নিলেন কেকেআরের সুয়াশ শর্মা

author-image
IE Bangla Sports Desk
New Update
suyash-sharma

দুর্ধর্ষ পারফরম্যান্সের পরেই নাইটদের নতুন রহস্য স্পিনারকে নিয়ে কৌতূহলের জন্ম নেয় ক্রিকেট মহলে

যেন এলেন, দেখলেন, জয় করলেন! বৃহস্পতিবারের ইডেন কেকেআরের জার্সিতে জন্ম দিয়ে গেল নতুন নক্ষত্রের। আরসিবি ব্যাটিংয়ে ধস ধরানোর কাজ শুরু করেছিলেন নাইটদের দুই সিনিয়র স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। তবে ব্যাঙ্গালোরের মিডল অর্ডার একা গিলে খেয়ে নিলেন সুয়াশ শর্মা। নিয়মিত নয়, ভেঙ্কটেশ আইয়ারের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নেমেছিলেন।

Advertisment

নাইটদের ইমপ্যাক্ট প্লেয়ারের প্ৰথম শিকার বর্ষীয়ান দিনেশ কার্তিক। অফস্ট্যাম্পের বাইরে বল পেয়ে ড্রাইভ করতে যান কার্তিক। কানায় লেগে থার্ড ম্যানে ক্যাচ উঠে যায়। বরুণ চক্রবর্তী ক্যাচ ধরতে বিন্দুমাত্র ভুল করেননি।

আরসিবির ইমপ্যাক্ট প্লেয়ার- অনুজ রাওয়াত সুয়শের দ্বিতীয় শিকার। অফস্ট্যাম্পের হালকা বাইরে গুগলি ফেলেছিলেন। সুইপ করতে গিয়ে টপ এজে ক্যাচ উঠে যায়। এরপরে করণ শর্মাকেও ফেরান তিনি।

সবমিলিয়ে চার ওভারের কোটায় ৩০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। দুর্ধর্ষ পারফরম্যান্সের পরেই নাইটদের নতুন রহস্য স্পিনারকে নিয়ে কৌতূহলের জন্ম নেয় ক্রিকেট মহলে।

Advertisment

আরও পড়ুন: ডুপ্লেসিসের ইংরেজিতে থতমত KKR নেতা নীতিশ! ইডেনে ব্যাপক ভুল-বোঝাবুঝি, দেখুন ভিডিও

গত ডিসেম্বরেই মিনি নিলামে মাত্র ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কেকেআর কিনেছিল দিল্লির তরুণ অফস্পিনার সুয়াশ শর্মাকে। দিল্লির হয়ে অনুর্দ্ধ-২৫ দলে খেললেও বৃহস্পতিবারের ম্যাচের আগে কোনও প্ৰথম শ্রেণির ম্যাচ, লিস্ট এ অথবা টি২০ ক্রিকেটে কখনও খেলেননি তিনি।

নাইটদের জার্সিতে স্বপ্নের অভিষেকের পর কেকেআর অধিনায়ক নীতিশ রানা প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন সুয়াশকে। বলে দিয়েছেন, "সুয়াশ যে এই পিচে সফল হবে, জানতাম। আরসিবির টপ এবং মিডল অর্ডার ধসিয়ে দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।"

"সুয়াশ বিস্ময় স্পিনার নয়। তবে ও দলের এক্স ফ্যাক্টর। ওঁর আর্ম স্পিড মারাত্মক। হাওয়ায় ওঁর বলের গতি কমে না। এটাই ব্যাটসম্যানদের কাছে বড় ধাঁধা। ওঁর একশনও সহজে পড়ে ফেলা মুশকিল। ওঁকে নিয়ে ব্যাটসম্যান সামান্য দ্বিধায় ভুগলেই সর্বনাশ। ও যত ম্যাচ খেলবে, ততই অভিজ্ঞতা সঞ্চয় করবে। এবং আরও উন্নতি করবে।"

Read the full article in ENGLISH

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore Eden Gardens IPL