scorecardresearch

যশস্বীর জয়গান জয়ের গলায়! ওয়ার্ল্ড কাপেই কি ভারতের জার্সিতে বিস্ময়-প্রতিভা, বড় মন্তব্য শাহের

যশস্বীর ব্যাটিং দেখে মুখ খুলতে বাধ্য হলেন জয় শাহ

jay-jashasvi
যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ জয় শাহ (এক্সপ্রেস ফটো পার্থ পাল এবং টুইটার)

ব্যাট হাতে আগুনে ইনিংসে ঝলসে দিয়েছেন কেকেআরকে। ইডেনে তান্ডব চালিয়েছেন। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। যশস্বী জয়সোয়ালকে এখনই টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়ার দাবি উঠে গিয়েছে।

নীতিশ রানা, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুরদের একাই স্তব্ধ করে দিয়েছেন তিনি। তাঁর বিষ্ফোরক ইনিংসের কোনও জবাবই ছিল না কেকেআর বোলারদের কাছে। ১৩ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির মালিক আপাতত জয়সোয়াল। টি২০-র সর্বকালীন রেকর্ডে যা দ্বিতীয়। চলতি লিগে তিনি আপাতত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কমলা টুপির মালিক ফাফ ডুপ্লেসিসের থেকে মাত্র ১ রানে পিছিয়ে তিনি। আরসিবি ক্যাপ্টেন দুপ্লেসিস যেখানে ৫৭৬ রান করেছেন। যশস্বী সেখানে ৫৭৫ রানের অধিকারী।

এমন বিষ্ফোরক ইনিংসের পর বোর্ড সচিব জয় শাহ চুপ থাকতে পারলেন না। দুর্ধর্ষ ইনিংসের পর টুইটে জয় শাহ বলেছেন, “দ্রুততম ফিফটি হাঁকানো তরুণ জয়সোয়ালের এটা স্পেশ্যাল নক। খেলার প্রতি ওঁর সাহসিকতা, প্যাশন প্রশংসনীয়। ইতিহাস গড়ার জন্য শুভেচ্ছা। ভবিষ্যতেও যাতে তুমি এরকম ফর্ম ধরে রাখতে পারো।”

জয় শাহের টুইটের পরেই প্ৰশ্ন উঠে গিয়েছে, তাহলে কি জাতীয় দলে অদূর ভবিষ্যতে দেখা যাবে তরুণ তুর্কিকে। সমর্থকরা জয় শাহকেই পাল্টা জাতীয় দলে যশস্বীকে দ্রুত নির্বাচনের জন্য আর্জি জানিয়েছেন।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছুদিন আগেই কেএল রাহুলের বদলি হিসাবে সুযোগ দেওয়া হয়েছে ঈশান কিষানকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা হলেও আগামী অক্টোবরেই দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ। সেই দলে যশস্বীকে খেলানোর দাবি জোরালো হয়ে উঠেছে।

তাহলে কি আইপিএলের ফর্ম দেখেই কি ওয়ার্ল্ড কাপে দেখা যাবে যশস্বীকে, জয় শাহের টুইট কিন্তু ইঙ্গিতবাহী।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs rr jay shah tweets on yashasvi jaiswal sparks rumour on team india chance