Advertisment

রাসেল-রিঙ্কুর KKR-কে কি আজ বিপদে ফেলবে মোচা, ইডেনে যাওয়ার আগে সঠিক খবর জেনে নিন

রাজস্থান বনাম কলকাতা ম্যাচে ইডেনে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন সরাসরি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং রাজস্থান রয়্যালস। ১১ ম্যাচে পাঁচ জয় এবং হাফডজন হার সমেত রাজস্থান লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। সমসংখ্যক ফলাফল সমেত কেকেআর আপাতত এক ধাপ নীচে রয়েছে ষষ্ঠ স্থানে। সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংসকে হারিয়ে কেকেআর প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে।

Advertisment

নেট রানরেটে রাজস্থান আপাতত এগিয়ে রয়েছে। তবে এই সমীকরণ দ্রুত বদলে যাবে। কেকেআর যদি নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে। যে দলই বৃহস্পতিবার জিতুক সরাসরি প্রথম চারে প্রবেশ করবে।

কেকেআরকে প্লে অফে উঠতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। তারপরেও অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে। প্রতি ম্যাচ-ই নাইটদের সামনে আপাতত মাস্ট-উইন। আগের ম্যাচেই কেকেআর প্রমাণ করেছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় নাইটরা ঘুরে দাঁড়াতে পারে। জোড়া জয়ে কেকেআর আট নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে।

আরও পড়ুন: আজ জিতলেই সেরা চারে রাসেলরা! তাহলেই কি প্লে অফে কলকাতা

কেকেআরের পক্ষে ইতিবাচক বিষয় হল ধারাবাহিকতা এবং দলগত পারফরম্যান্স মেলে ধরা। রিঙ্কু, নীতিশ রানা, রাসেল, বরুণ চক্রবর্তী নিয়মিতভাবে দলের হয়ে অবদান রেখেছেন। এই দলগত সংহতিই কেকেআর চেয়ে এসেছে এতদিন।

বল হাতে বরুণ চক্রবর্তী দলের বড় ভরসা হয়ে উঠেছেন। পাঞ্জাব ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছিলেন। নীতিশ রানা টপ অর্ডারের বড় ভরসা।

KKR vs RR Pitch Report: ব্যাটিং সহায়ক পিচেই ম্যাচ হবে। পেসাররা প্ৰথম দিকে সুবিধা পাবেন। ম্যাচ যত গড়াবে পিচ তত ব্যাটিংয়ের পক্ষে সহজ হয়ে উঠবে। ইডেনে দ্বিতীয়বার ব্যাট করা দল অধিকাংশ ম্যাচ জিতেছে। প্ৰথমে ব্যাট করা দলের ব্যাটিং গড় ১৬৪। শিশিরের কারণে দুই দলই টসে জিতে ফিল্ডিং করতে চাইবে।

আরও পড়ুন: মাস্ট উইন ম্যাচে কলকাতার বিরুদ্ধে ফিরছেন বিধ্বংসী রয়্যালস পেসার! কাঁপিয়ে দিতে পারেন রাসেলদের

KKR vs RR weather updates: বৃহস্পতিবার ইডেনে দুই দলের সামনে বিপদ হিসাবে আবির্ভূত হতে পারে সাইক্লোন মোচা। গোটা বাংলা জুড়েই আপাতত এই ঘূর্ণিঝড়ের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপকূল জুড়ে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে মোচা। যা পরে ঘূর্ণিঝড় হয়ে বাংলার বেশ কয়েকজেলায় আছড়ে পড়তে পারে। পাঞ্জাব ম্যাচেও মোচার আগমন ঘিরে সংশয় তৈরি হয়েছিল। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

IPL KKR Rajasthan Royals Eden Gardens Kolkata Knight Riders
Advertisment