scorecardresearch

দুর্ধর্ষ খেলেও হায়দরাবাদ ম্যাচে হয়ত নাইট একাদশে বাদ বিদেশি তারকা! KKR-এ অভিষেকের পথে মারকুটে সুপারস্টার

হায়দরাবাদ ম্যাচে কেকেআরের দল নির্বাচনে চমক

দুর্ধর্ষ খেলেও হায়দরাবাদ ম্যাচে হয়ত নাইট একাদশে বাদ বিদেশি তারকা! KKR-এ অভিষেকের পথে মারকুটে সুপারস্টার

রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ইনিংসের ঘোর এখনও কাটেনি। তবে এর মধ্যেই জয়ের হ্যাটট্রিক করতে শুক্রবার নামছে কেকেআর। চেনা ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। মোহালিতে প্ৰথম ম্যাচ হেরে অভিযান শুরু করেছিল নাইটরা। তারপর থেকেই নীতিশ রানার দল অপ্রতিরোধ্য। আরসিবি এবং গুজরাটের মত হেভিওয়েট দলকে কেকেআর উড়িয়ে দিয়েছেন স্কোয়াডের লো প্রোফাইল তারকাদের দিয়েই।

প্ৰথমে আরসিবির বিপক্ষে শার্দূল ঠাকুরের ব্যাট ঝলসে উঠেছিল। শার্দূলের ২৯ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে কেকেআর আরসিবির বিপক্ষে দাপুটে ৮১ রানের জয় ছিনিয়ে নিয়েছিল।

এরপরে গুজরাট টাইটান্স-এর বিপক্ষে টুর্নামেন্টের এখনও পর্যন্ত সেরা ম্যাচ উপহার দিয়ে কেকেআর জেতে। রিঙ্কু সিং শেষ ওভারে ৩১ রানের টার্গেট চেজ করে ইতিহাসে উঠে গিয়েছেন। গুজরাটের নিজেদের দুর্গ আহমেদাবাদে কেকেআর শেষ হাসি হেসেছে।

টুর্নামেন্ট শুরুর আগে কার্যত বিশেষজ্ঞরা পাত্তাই দেয়নি নাইটদের। দু-বারের আইপিএল জয়ীরা ধাক্কা খেয়েছিল শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায়। তারপর সাকিব আল হাসান-ও আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ঘটনা হল, কেকেআর জোড়া জয় পেয়েছে দলের নামিদামি তারকাদের সেরকম কোনও অবদান ছাড়াই। দুই পাওয়ার হিটার আন্দ্রে রাসেল এবং নীতিশ রানারা সেভাবে জ্বলে উঠতে পারেননি এখনও। এতেই কেকেআর প্রতিপক্ষের কাছে আরও বিপজ্জনক হয়ে উঠছে।

কেকেআরের ফিনিশিং অপশন অনেকটাই মিটিয়ে দিয়েছেন শার্দূল ঠাকুর, রিঙ্কু সিংয়ের মত তারকারা। আপাতত কেকেআর টিম ম্যানেজমেন্ট বাকি দলগুলোর কাছে প্রমাণ করতে উৎসুক থাকবেন যে এই জোড়া জয় মোটেই ফ্লুক ছিল না। আন্দ্রে রাসেল প্ৰথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত মোহালিতে ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন। তারপর বাকি দুই ম্যাচে রাসেলকে তাঁর পুরোনো ফর্মের ছায়া মাত্র মনে হয়েছে। করেছেন মাত্র ০ এবং ১। সামনের ম্যাচগুলোয় রাসেল নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন।

কেকেআর প্ৰথম তিন ম্যাচেই আলাদা আলাদা ওপেনিং কম্বিনেশন নামিয়েছে। হায়দরাবাদ ম্যাচে ফের সম্ভবত ওপেনিং কম্বিনেশনে বদল ঘটিয়ে নামবেন নাইটরা। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে নামিয়ে দেওয়া হবে রহমনুল্লাহ গুরবাজের জায়গায়।

উঠতি আফগান তারকা নিজের জাত চিনিয়েছেন। আরসিবির বিপক্ষে দুর্ধর্ষ ফিফটি করেছেন। তবে সাকিবের বদলে স্কোয়াডে আসা জেসন রয়কে সম্ভবত রিজার্ভে বসিয়ে রাখার পথে হাঁটবে না কেকেআর ম্যানেজমেন্ট। গুরবাজ বাইরে বসলে এন জগদীশনকে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হতে পারে।

কেকেআর সম্ভাব্য একাদশ:
জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, এন জগদীশন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 kkr vs srh kolkata knight riders likely playing 11 against sunrisers hyderabad jason roy rahmanullah gurbaz