KKR ম্যাচে ঝড় তুলতে পারেন ১৩.২৫ কোটি টাকার বিদেশি! ইডেনে কোমড় বাঁধছে নাইট রাইডার্স-ও

ইডেনে শুক্রবার উঠতে পারে ঝড়

ইডেনে শুক্রবার উঠতে পারে ঝড়

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সাম্প্রতিক ফর্ম যাই হোক না কেন, স্রেফ শক্তির বিচারে কেকেআরের বিরুদ্ধে শুক্রবার ইডেনে ফেভারিট হিসাবেই মাঠে নামবে আইডেন মারক্রামের সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে একের পর এক তারকাকে সই করিয়ে ঝড় তুলেছিল হায়দরাবাদ। হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগারওয়ালের মত তারকারা এখন হায়দরাবাদ স্কোয়াডে।

Advertisment

সানরাইজার্স দলে টি২০ স্পেশ্যালিস্টদের ছড়াছড়ি। তবে এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতে পারেনি হায়দরাবাদ। প্ৰথম দুই ম্যাচেই হার হজম করার পর রাহুল ত্রিপাঠির ৪৮ বলে অপরাজিত ৭৪ রানে ভর করে হায়দরাবাদ জয় পেয়েছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। আপাতত ব্রায়ান লারার প্রশিক্ষণাধীন দল জয়ের সেই ধারা বজায় রাখতে চাইছেন শুক্রবারও।

নিজের পুরোনো দলের বিপক্ষে নামবেন রাহুল ত্রিপাঠি। মিডল ওভারে স্ট্রাইক রোটেট যেমন করতে পারেন, তেমন প্রতি আক্রমণ ভিত্তিক ব্যাটিংও করতে পারেন তিনি।

Advertisment

তবে হায়দরাবাদের আশা হ্যারি ব্রুক, হেনরিখ ক্লাসেনদের মত তারকারা জ্বলে উঠুক। হাই প্রোফাইল ব্রুককে নিলামে ১৩.২৫ কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। এখনও পর্যন্ত তিন ইনিংসে তাঁর অবদান বলতে ১৩, ৩ এবং ১৩। গত বছর ইংল্যান্ডের হয়ে টি২০ ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন ব্রুক। হায়দরাবাদের হয়ে তিন ইনিংসেই ওপেন করেছেন তিনি। তবে কেকেআরের বিপক্ষে মিডল অর্ডারে নামানো হতে পারে তাঁকে।

সানরাইজার্সের স্পিন আক্রমণও যথেষ্ট শক্তিশালী। ওয়াশিংটন সুন্দর যেমন রয়েছেন তেমন রয়েছেন মিস্ট্রি স্পিনার মায়াঙ্ক মার্কণ্ডে। পাঞ্জাব কিংসের বিপক্ষে যিনি ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, মার্কো জ্যানসেনদের পেস আক্রমণও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কেকেআরকে। ঘরের মাঠে জিতলেই কেকেআর লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে। সেই ঘটনা আটকাতে পারবে হায়দরাবাদ, সেটাই এখন দেখার।

Read the full article in ENGLISH

KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL