/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/Rinku.jpg)
আইপিএলে বারবার শিরোনামে উঠে এসেছেন রিঙ্কু সিং। কেকেআরের অন্যতম সেরা অস্ত্র হিসাবে নিজেকে প্রমাণ করেছেন উত্তরপ্রদেশের তারকা। বিপদের সময় বারবার নাইটদের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। ফিনিশিংয়ে তুখোড়।
বৃহস্পতিবারই ইডেনে রাজস্থান রয়্যালস খেলতে নামছে কেকেআরের বিপক্ষে। আর নাইটদের কাছে সেই মাস্ট উইন সেই ম্যাচের আগে মহম্মদ কাইফ, হরভজন সিংয়ের মত জাতীয় দলের মহারথীরা রিঙ্কুর প্ৰশংসায় পঞ্চমুখ। কাইফ স্টার স্পোর্টস লাইভে বলে দিয়েছেন, "দারুণ পরিণতিবোধ দেখাচ্ছে রিঙ্কু। ওঁর ফুটওয়ার্ক বেশ ভালো। স্ট্রাইক রোটেট করতে পারে। নিজে ফর্মে থাকলে কীভাবে বড় স্কোরে টেনে নিয়ে যেতে হয়, সেই বিষয়ে ও বেশ দক্ষ। তাছাড়া কখন ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করতে হয়, ও ভালোই জানে। বিগ হিট নিতেও ও স্বচ্ছন্দ।"
নিজের ইচ্ছামত বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকাতে পারেন রিঙ্কু। সেই কারণেই লোয়ার অর্ডারে ম্যাচ ফিনিশ করার বিষয়ে রিঙ্কু কেকেআরের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন।
আরও পড়ুন: KKR ছাড়লেই সফল হবেন নারিন! মিস্ট্রি স্পিনারকে বিষ্ফোরক পরামর্শ ক্যারিবীয় তারকার
রিঙ্কুর সঙ্গে কেকেআর ড্রেসিংরুমে কিছু দিন কাটিয়েছেন হরভজন। তিনি সরাসরি বলছেন, যেভাবে দ্রুত গতিতে উঠতি তারকা থেকে তারকা হয়ে উঠছেন, তাতে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য রিঙ্কুকে মোটেই বেশিদিন অপেক্ষা করতে হবে না। "জাতীয় দলে রিঙ্কুর ডাক পাওয়া সময়ের অপেক্ষা মাত্রা। ও এমন একজন ক্রিকেটার যাঁর কাহিনী সকলকে উদ্দীপ্ত করতে পারে। জীবনের কঠিন প্রান্তরে এতদিন কাটিয়েছে। আজ যে জায়গায় ও পৌঁছেছে, তাঁর জন্য ওঁকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। নিজের ওপর বিশ্বাস রাখার জন্য পুরোটাই ওঁর কৃতিত্ব। ওঁর এই ক্রিকেটীয় যাত্রাপথ প্রত্যেকের জীবনের শিক্ষা হওয়ার উপযুক্ত। প্রত্যেক বাচ্চার ওঁকে দেখে শিক্ষা নেওয়া উচিত।" বলেছেন হরভজন।
Read the full article in ENGLISH