ক্রিকেটবিশ্বে ঝড় তুলে দিয়েছেন রিঙ্কু সিং। শনিবার রাতে ফেলে একবার কেকেআরকে অবিশ্বাস্য এক জয়ের মুখে এনে ফেলেছিলেন। ৩৩ বলে ৬৭ রানে রিঙ্কুর সাইক্লোন ইনিংসেও কেকেআর এক রান পিছনে পড়ে যায়। আর যেভাবে রিঙ্কু ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইল মনে করছেন, আগামী সিজনে রিঙ্কুর বেতন অনেকটাই বাড়বে।
জিও সিনেমায় রিঙ্কু বলে দিয়েছেন, "কেকেআর হয়ে বেশ কয়েকবার রিঙ্কু এরকম কাণ্ড করল। পরের সিজনে রিঙ্কুর বেতন আরও বাড়বে। কারণ ও-ই কেকেআরের হয়ে এই সিজনে সেরা পারফর্মার।"
গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে মিথ হয়ে যাওয়া সেই টি২০ ইনিংস খেলেছিলেন। পাঁচ ছক্কায় অবিশ্বাস্যভাবে ম্যাচ বের করেন রিঙ্কু। নাইটদের হয়ে চলতি সিজনে সর্বোচ্চ রান স্কোরার-ও তিনি। এই সিজনে ১৪ ম্যাচে রিঙ্কুর নামের পাশে ৪৭৪ রান। ১৪৯ প্লাস স্ট্রাইক রেটে রিঙ্কুর গড় ৫৯.২৫।
তবে রবি শাস্ত্রী মনে করছেন, রিঙ্কু জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য নির্বাচকদের চাপ দিয়ে ফেললেন। "যে কেউ এরকম সিজনের পর দুর্ধর্ষ অনুভবে। তবে আমি এখনই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাব, এমনটা আশা করছি না।" ম্যাচের পর বলে দিয়েছেন রিঙ্কু সিং।
রিঙ্কুর উত্থান অবাক করেছে জাহির খানকেও। জাহির খান জিও সিনেমায় জানাচ্ছেন, "কেকেআরের হয়ে এই সিজনস উজ্জ্বলতম যদি কিছু থাকে এই সিজনে, সেটা রিঙ্কু সিং। লখনৌ এবং প্লে অফের মধ্যে ও একা দাঁড়িয়েছিল। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে গেল ও।"
"গোটা সিজন ধরেই ও নিজেকে তো বটেই নাইটদের একার কাঁধে বয়ে নিয়ে গেল। দলে রাসেলের মত ফিনিশার থাকা সত্ত্বেও গোটা সিজন ওঁকে নিয়ে কার্যত কোনও আলোচনাই হল না। রিঙ্কু যদি সবাইকে রাসেলের নাম ভুলিয়ে দিতে পারে, সেখানেই প্রমাণিত ও এই সিজনে ঠিক কতটা ভালো ছিল।" বলেছেন জাহির।
Read the full article in ENGLISH