Advertisment

জীবনে আর কোনওদিনও ৬ ছক্কা হাঁকাতে পারবে না রিঙ্কু! KKR তারকাকে 'অভিশাপ' এবার শেওয়াগের

রিঙ্কু সিংয়ের কেরিয়ার নিয়ে বড়সড় মন্তব্য শেওয়াগের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেকেআরের দ্বিতীয় জয়ের পরেই রিঙ্কু সিং প্রচারের লাইমলাইটে চলে এসেছেন। ২৮ রানে শেষ ওভারে পিছিয়ে থাকা অবস্থায় টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন অবিশ্বাস্যভাবে। আইপিএলের ইতিহাসে রান চেজ করে শেষ ওভারে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবথেকে বেশি রানের নজির আপাতত রিঙ্কুর দখলে।

Advertisment

তবে বীরেন্দ্র শেওয়াগ অবশ্য মনে করছেন, রিঙ্কু আর কখনও এরকম কীর্তি অর্জন করতে পারবেন না। ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে শেওয়াগ বলে দিয়েছেন, "কেকেআরে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে রিঙ্কু সিং এখনও রয়েছে। ধোনি যখন ক্লোজ ম্যাচ ফিনিশিং করতে শুরু করেছিল, ওঁকে নিয়েও এরকম একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। নব্বইয়ের দশকে ভাবা হত, ক্রিজে শচীন থাকা মানেই ভারত জিতবে। তা যদি না হয়, তাহলে জয় অধরা থাকবে। এখন কেকেআরে রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তার আগে এই বিশ্বাসের জায়গাটা ছিল আন্দ্রে রাসেলকে নিয়ে।"

"রিঙ্কু যা করেছে, তা ক্রিকেট ইতিহাসে আগে কখনও ঘটেনি। রিঙ্কু এরকম কাণ্ড আর ঘটাতে পারবে না। এই রেকর্ড হয়ত একদিন ভেঙে যাবে। তবে রিঙ্কু জীবনেও আর ছয় ছক্কা হাঁকাতে পারবে না। এই রেকর্ড ও নিজেই ভাঙতে পারবে না।" সেই সঙ্গে জাতীয় দলের একসময়ের বিধ্বংসী ওপেনারের বক্তব্য, "এরকম কীর্তির জন্য কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। যদি ইয়াশ দয়ালের জায়গায় আলজারি জোসেফ বোলিং করত, তাহলে রিঙ্কু নিজেও জানত ও পারত না। তবে কেরিয়ারে ও নেটে ইয়াশ দয়ালকে বহুবার ফেস করেছে। তাই রিঙ্কু মানসিকভাবে তৈরিই ছিল।"

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেক একই পরস্থিতি তৈরি হয়েছিল। রিঙ্কু বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করে দিয়েছিলেন। তবে ৩১ বলে ৫৮ করে অপরাজিত থাকলেও রিঙ্কু শুক্রবার আর দলকে ফিনিশিং লাইনে পৌঁছে দিতে পারেননি। ২৩ রানে ইডেনে হার হজম করতে হয় কেকেআরকে।

Read the full article in ENGLISH

KKR Kolkata Knight Riders Virender Sehwag IPL
Advertisment