আইপিএলের অভিষেক মরশুমেই নজর কেড়ে নিয়েছেন সুয়াশ শর্মা। কেকেআরের জার্সিতে নিয়ম করে প্রত্যেক ম্যাচেই ঘূর্ণিতে নাকানিচোবানি খাওয়াচ্ছেন প্রতিপক্ষকে।
কেকেআর প্রত্যেক সিজনেই নতুন নতুন তারকার জন্ম দিয়েছে। এই সিজনে নাইটদের আবিষ্কার সুয়াশ শর্মা। তবে সুয়াশের এই উত্থানের আগেও অনেক যন্ত্রনা সহ্য করতে হয়েছে। আইপিএলের এক সাক্ষাৎকারে সুয়াশ সম্প্রতি বলে দিয়েছেন, অনুর্দ্ধ-১৯ দলে সুযোগ না পেয়ে একবার তিনি কীভাবে ভেঙে পড়েছিলেন।
আইপিএলের এক সাক্ষাৎকারে সুয়াশ বলেছেন, "গত বছর অনুর্দ্ধ-১৯ দলের ট্রায়ালে গিয়েছিলাম। আমি যথারীতি বাদ পড়ি। তারপর রাত ১২.৩০-১ টার আশপাশে একটা তালিকা প্রকাশ করা হয়। তবে ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত ৩টের সময় উঠে ব্যাপক কাঁদতে থাকি। ঘন্টা দুয়েক টানা কেঁদেছিলাম। আমাকে বলা হয়, আমার বোলিং ওঁরা একবার দেখতে চায়। এরপরে ওখানে যাওয়ার পর আমাকে বলা হয়, আমার জন্য সময় নষ্ট করবে না। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেই মাথা কামিয়ে ফেলি। একদম ভেঙে পড়েছিলাম। ভালো পারফর্ম করা সত্ত্বেও আমার সঙ্গে এরকম ঘটনা বারবার ঘটছিল।"
সেই ঘটনা আপাতত অতীত। সুয়াশ শর্মা এখন নাইটদের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে প্রত্যেক ম্যাচেই নজর কাড়ছেন। আরসিবির বিপক্ষে মাত্র ১৯ বছরে অভিষেক ঘটেছিল সুয়াশের। সেই ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়েছিলেন। আরসিবির মিডল অর্ডারকে একা ধ্বংস করে দিয়েছিলেন সেই ম্যাচে। দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত এবং করণ শর্মাকে আউট করেছিলেন সেই ম্যাচে।
গত ডিসেম্বরেই মিনি নিলামে মাত্র ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কেকেআর কিনেছিল দিল্লির তরুণ অফস্পিনার সুয়াশ শর্মাকে। দিল্লির হয়ে অনুর্দ্ধ-২৫ দলে খেললেও বৃহস্পতিবারের ম্যাচের আগে কোনও প্ৰথম শ্রেণির ম্যাচ, লিস্ট এ অথবা টি২০ ক্রিকেটে কখনও খেলেননি তিনি।