scorecardresearch

স্লেজিং করা আমার স্বভাব নয়! আবেশ খানকে সাক্ষী রেখে ফের কোহলিকে ঠুকলেন নভিন

মাঠের বাইরে যুদ্ধ খতম-ই হচ্ছে না

স্লেজিং করা আমার স্বভাব নয়! আবেশ খানকে সাক্ষী রেখে ফের কোহলিকে ঠুকলেন নভিন

চলতি মাসের শুরুতেই লখনৌ সুপার জায়ান্টস পেসার নভিন উল হক বিরাট কোহলির সঙ্গে ঝগড়া করে শিরোনামে উঠে এসেছেন। তারপর থেকে কোহলি তো বটেই নভিন উল হক এবং লখনৌ মেন্টর গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন।

এবার লখনৌ সুপার জায়ান্টসের তরফে একটি ভিডিও পোস্ট করা হল। যেখানে নভিনকে গল্প করতে দেখা যাচ্ছে সতীর্থ আবেশ খানের সঙ্গে। আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে স্লেজিং প্রসঙ্গ-ও। সেই ভিডিওর ক্যাপশনে লখনৌ লিখল, “আবেশ, নভিন- মজা অফুরন্ত। ১.৩৯ পর্যন্ত অপেক্ষা করো।”

স্লেজিং নিয়ে খুল্লামখুল্লা নভিন বলে দিলেন, “কাউকে প্ৰথমে স্লেজিং করি না। এরকম আমার অভ্যেস নেই। একটা ফার্স্ট ক্লাস ম্যাচের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি নন স্ট্রাইকিং এন্ডে ছিলাম। আর অন্য প্রান্তের ব্যাটসম্যানকে স্লেজিং করা হচ্ছিল। সিলি পয়েন্টের ফিল্ডার সদ্য বিবাহ করেছিলেন। তিনি বলছিলেন, এটাই শেষ উইকেট। চলো দ্রুত ফিনিশ করে ফেলা যাক। বাড়িতে গিয়ে কিছু কাজ করতে হবে। কালকেই বিয়ে হয়েছে।”

আবেশ পাল্টা খুঁচিয়ে দেন নভিনকে। জিজ্ঞাসা করেন, “এটা তো মজার ঘটনা। একটু সিরিয়াস ঘটনা জানাও।” নভিন তখন জানান, “সিরিয়াস স্লেজিং এখনও আমার সঙ্গে হয়নি।”

কয়েকদিন আগেই আরসিবি বনাম মুম্বই ম্যাচে নভিন উল হক বিদ্রুপ করেছিলেন কোহলিকে। জোড়া পোস্ট করার। প্ৰথম পোস্টে কোহলি যখন ৪ বলে ১ রান করে আউট হয়ে যান, তখনই নভিন ইনস্টাগ্রামে আমের ছবি পোস্ট করে লেখেন, “সুস্বাদু আম।” দ্বিতীয় পোস্ট ঠিক আরসিবি হেরে যাওয়ার আগের মুহূর্তে। সেই সময় পুনরায় আম খাওয়ার ছবি পোস্ট করে আফগান তারকা লেখেন, “দ্বিতীয় রাউন্ডের আম খাওয়া চালু হল। যত আম খেয়েছি, তাদের মধ্যে এগুলোই সেরা। ধন্যবাদ ধবল পরব ভাই।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2023 lsgs naveen ul haq avesh khan sledging virat kohli gautam gambhir rcb